`গুলদস্তা`য় প্রথমবার একসঙ্গে অর্পিতা, দেবযানী ও স্বস্তিকা
যে ছবিতে একসঙ্গে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়, দেবযানী চট্টোপাধ্যায় ও অর্পিতা চট্টোপাধ্যায়কে।
নিজস্ব প্রতিবেদন: প্রথম ছবি 'অব্যক্ত'র পর এবার গুলদস্তা নিয়ে হাজির হতে চলেছেন পরিচালক অর্জুন দত্ত। যে ছবিতে একসঙ্গে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়, দেবযানী চট্টোপাধ্যায় ও অর্পিতা চট্টোপাধ্যায়কে।
শ্রীরূপা, রেণু ও ডলি, এই তিন মহিলার জীবন ও যাত্রাপথেরই গল্প বলবে অর্জুন দত্তর 'গুলদস্তা'। যে তিন মহিলার জীবনের বৃত্ত, সমস্যা ও যাত্রাপথ আলাদা হলেও শেষপর্যন্ত তাঁদেরকে একই বৃত্তে মেলাবেন পরিচালক। ছবিটির প্রযোজনায় রয়েছে রূপ প্রোডাকশন ও এন্টারটেইনমেন্ট।
ছবিতে স্বস্তিতা, অর্পিতা, ও দেবযানী ছাড়াও দেখা যাবে অনুভব কাঞ্জিলাল, অনুরাধা মুখোপাধ্যায়, ঈশান মজুমদার ও অভিজিৎ গুহ-কে। ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন সুপ্রতীম ভোলে, সঙ্গীত পরিচালনার দায়িত্বে সৌম্যঋত। এদিকে সম্প্রতি, নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৪ বছরের জন্মদিনে কালিঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের তরফে একটি ব্লাড ডোনেশন ক্যাম্প-এর আয়োজন করা হয়, যেখানে হাজির ছিল টিম 'গুলদস্তা'। ছবির ছবি পরিচালক অর্জুন দত্ত ও প্রযোজক অঙ্কিত দাস ও সুরেশ তোলানি।
গরমের ছুটিতে মুক্তি সিনেমাপ্রেমী দর্শকদের এই 'গুলদস্তা' উপহার দিতে চলেছেন পরিচালক অর্জুন দত্ত।