নিজস্ব প্রতিবেদন:  লাঠির জবাবে লাঠি নয়। দেওয়া হল লাড্ডু। নবান্ন অভিযানে পুলিসের লাঠিচার্জের প্রতিবাদে শুক্রবার SFI-র তরফে কলেজ স্ট্রিটে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করা হয়। যেখানে মাটির হাঁড়িতে করে লাড্ডু এনে পুলিসকে খাওয়াতে দেখা যায় SFI সমর্থকদের। সেই ভিডিয়ো উঠে এসেছে অভিনেত্রী শ্রীলেখা মিত্র-র ফেসবুক পেজে। লিখেছেন, ''এরে কয় মিষ্টি মুখ, কীসের যেন বাড়ি?''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রজত দাস বলে এক SFI-সমর্থকের ভিডিয়ো শেয়ার করেছেন শ্রীলেখা মিত্র। যার ক্যাপশানে লেখা ''লিমিট কাল আপনারা ক্রস করেছেন, তাই আজ আসুন মিষ্টি খান। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে SFI এর অবস্থান,বিক্ষোভ। ধর্মঘট চলছে। কলেজ স্ট্রিট এ।''



প্রসঙ্গত, বৃহস্পতিবার শূন্যপদ পূরণ, সকলের জন্য খাদ্য-শিক্ষা, স্বাস্থ্য সহ একাধিক দাবিতে বাম যুব ছাত্র সংগঠনের তরফে নবান্ন অভিযান করা হয়। সেখানেই ধুন্ধুমার কাণ্ড ঘটে। মিছিল নবান্ন পৌঁছনোর আগেই আটকে দেয় পুলিস। লাঠি চার্জ করা হয় বিক্ষোভকারীদের উপর। তাতে আহত হন অনেকে। কেউ কেউ অসুস্থ হয়ে পড়েন। পুলিসের এই লাঠিচার্জের প্রতিবাদেই শুক্রবার কলেজস্ট্রিট চত্ত্বরে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করে SFI।