Sales Girl-এর ভূমিকায় স্বস্তিকা, প্রকাশ্যে স্বস্তিকার `গুলদস্তা` লুক
একটি আবাসনে থাকা তিনজন নারীর গল্প ফুটে উঠবে। ছবিতে রাজস্তানি নারী ডলি বাগরির ভূমিকায় দেখা যাবে স্বস্তিকাকে।
নিজস্ব প্রতিবেদন: পরনে সিন্থেটিক শাড়ি, হাতে ঝোলা ব্যাগ, হাতে কাঁচের লাল চুড়ি, মাথায় কাঁচাপাকা চুল। গুলদস্তার লুকেই চমক স্বস্তিকার। অর্জুন দত্তর ছবিতে তিনজন নারীর গল্প ফুটে উঠবে। ছবিতে রাজস্তানি নারী ডলি বাগরির ভূমিকায় দেখা যাবে স্বস্তিকাকে।
ছবিতে এক রাজস্তানি নারী ডলি বাগরির চরিত্রে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। তাঁর লুক টেস্টের ছবিতে তাঁর হাতে ব্যাগ দেখে চরিত্রটি কিছুটা অনুমান করা যায়। ছবিতে সেলসগার্লের চরিত্রে দেখা যাবে তাঁকে, যাঁর সদা হাস্যমুখ।
অর্পিতা চট্টোপাধ্যায় এক আপার মিডিলক্লাস হাউজ ওয়াইফের বেশে দর্শকের সামনে আসবেন। শান্ত ও মিষ্টি স্বভাবের গৃহবধূ তিনি। তাঁর স্বামী অর্ণবের চরিত্রে দেখা যাবে ইশান মজুমদারকে। অর্পিতার সঙ্গে প্রথমবার জুটি বাঁধলেন ইশান। ইশানের সঙ্গে রয়েছে আরও অন্য একটি চরিত্র। অর্ণবের অফিস কলিগের চরিত্রে রিয়া ওরফে অনুরাধা মুখোপাধ্যায়।
গুলদস্তার তৃতীয় নারী রেণুর চরিত্রে দেবযানী চট্টোপাধ্যায়, এক সাধারণ গৃহবধূর ভূমিকায় দেখা যাবে তাঁকে। তাঁর স্বামীর চরিত্রে অভিজিৎ গুহ। যদিও অভিজিৎ গুহর স্পেশাল এপিয়ারেন্স রয়েছে এই ছবিতে। তাঁদের ছেলে টুকাইয়ের চরিত্রে দেখা যাবে অব্যাক্ত খ্যাত অনুভব কাঞ্জিলালকে। মা ছেলের সম্পর্কের সমীকরণই ফুটে উঠবে রেণু ও টুকাইয়ের মাধ্যমে। তিনজন নারীর জীবন তিনরকম. সমাজের প্রতিচ্ছ্ববি একদিকে যেমন ফুটে উঠবে, অন্যদিকে বোঝা যাবে তিনজন নারীর জীবনদর্শনও।
এপ্রিলে মুক্তি পাবে ছবির ট্রেলার, তার আগে প্রকাশ্যে আসবে ছবির গান। ছবির সঙ্গীত পরিচালনায় সৌম্য ঋত। অর্জুন দত্ত পরিচালিত গুলদস্তা ছবির মুক্তি এপ্রিল ২৪শে এপ্রিল।