`তারক মেহতা কা উল্টা চশমা সিরিয়াল` নিষিদ্ধ করার দাবি উঠল
ওয়েব ডেস্ক: সাব টিভির জনপ্রিয় সিরিয়াল 'তারক মেহতা কা উল্টা চশমা' নিষিদ্ধ করার দাবি তুলল শিরোমণি গুরদ্বার প্রবন্ধক কমিটি। তাদের দাবি, ওই সিরিয়ালটি শিখ সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে।
শিরোমণি গুরদ্বার প্রবন্ধক কমিটির প্রধান কৃপাল বাহাদুর বাদুনগার বিবৃতি দিয়ে জানিয়েছেন, দশম শিখগুরু গোবিন্দ সিংকে দেখানো হয়েছে সিরিয়ালে। এটা শিখদের ধর্মীয় আবেগের পরিপন্থী।
তাঁর কথায়, "কোনও অভিনেতা বা চরিত্র গুরু গোবিন্দ সিংয়ের জায়গা নিতে পারে না। এই ধরণের কাজ ক্ষমার অযোগ্য।" এর পাশাপাশি তারা চ্যানেল কর্তৃপক্ষ ও পরিচালককে সতর্ক করেছে শিখদের সংগঠনটি। সোনি সাব টিভিতে সম্প্রচারিত হয় তারক মেহতা কা উল্টা চশমা। গুজরাটি লেখক তারক মেহতা-র ব্যাঙ্গাত্মক রচনা থেকে নেওয়া হয়েছে সিরিয়ালটির মূল গল্প। টেলিভিশনে অত্যন্ত জনপ্রিয় এই ডেইলি সোপ। দশ বছর ধরে চলছে 'তারক মেহতা কা উল্টা চশমা'।
আরও পড়ুন, বিতর্কে থেকেও 'সিমরন'-কে বক্স অফিসে সফল করতে পারলেন না কঙ্গনা