নিজস্ব প্রতিবেদন : তব্বু এবং অনিল একসঙ্গে গাইলেন ‘কিতনা মধুর হ্যায় ইয়ে মিলন’। অনিল কাপুরের পাশে বসে যখন তব্বু ওই গান গাইলেন, সেই ভিডিও ছড়িয়ে পড়ে হু হু করে। অনিল-তব্বুর রসায়ন যে এখনও জমজমাট, তা এই ভিডিও না দেখলে বিশ্বাস হবে না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : ম্যাটাডোরের সঙ্গে গাড়ির ধাক্কা, আহত 'রানি রাসমণি'-র এই অভিনেত্রী


অবাক লাগছে শুনে? তাহলে দেখুন এই ভিডিও..


 



ঘটনাটা খুলেই বলা যাক তাহলে। সম্প্রতি দুর্ঘটনায় আহত হন ফারহা খান। ফারহাকে দেখতে তাঁর বাড়িতে হাজির হন তব্বু এবং অনিল কাপুর। আর সেখানে গিয়েই ‘কিতনা মধুর হ্যায় ইয়ে মিলন’ গুন গুন করতে দেখা যায় অনিল কাপুরকে। ৯-এর দশকের নায়কের গলায় ওই গান শুনে, যেন লজে লাল হয়ে ওঠেন তব্বুও। ফারহা খানের হাত ধরে যখন ওই ভিডিও প্রকাশ্যে আসে, তা ভাইরাল হতে বেশি সময় লাগেনি।


আরও পড়ুন : সোনামের হবু স্বামী আনন্দের বিলাসবহুল বাংলোর দাম শুনলে চমকে উঠবেন


বর্তমানে মেয়ে সোনাম কাপুরের বিয়ে নিয়ে ব্যস্ত অনিল কাপুর। সেই সঙ্গে রয়েছেন ‘রেস থ্রি’-র শুটিংও। যা চলতি বছরের ঈদের সময় মুক্তি পাবে। অন্যদিকে, অজয় দেবগণের ‘লাভ রজন’-এর শুটিং শুরু করেছেন তব্বু।