নিজস্ব প্রতিবেদন: মুঠোয় ভরা রবীন্দ্রকবিতা! ২০০৬-এ গীতবিতান আর্কাইভের পর এবার রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার আর্কাইভ। উদ্যোগ ও সংকলনে ডাক্তার পূর্ণেন্দুবিকাশ সরকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রযুক্তি ও বিশেষ উদ্যোগের কল্যাণে মোবাইল অ্যাপসে এবার খুব সহজে মিলবে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সমগ্র। অ্যাপের পাশাপাশি ডিভিডি-তেও পাওয়া যাবে রবীন্দ্রনাথের কবিতা। কবিগুরুর সমস্ত কবিতাকে ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ এই প্রথমবার। প্রায় ৩,৫০০ কবিতা, ২৪৫ জন শিল্পীর কন্ঠে ৫,০০০ আবৃত্তি, ১১০টি রবীন্দ্রসঙ্গীত, ১০৩টি ইংরাজি কবিতার আবৃত্তি-সহ রয়েছে প্রতিটি কবিতা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য।  


২৮ অগাস্ট আনুষ্ঠানিকভাবে এই অ্যাপ চালু হবে। তার আগে কলকাতা প্রেসক্লাবে হয়ে গেল আনুষ্ঠানিক ঘোষণা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি শঙ্খ ঘোষ, শিক্ষাবিদ পবিত্র সরকার-সহ আরও অনেকে।


এই কর্মকান্ডের পিছনে রয়েছে ৫ বছরের কঠোর পরিশ্রম, জানালেন উদ্যোক্তা তথা ডাক্তার পূর্ণেন্দুবিকাশ সরকার। রবীন্দ্রকবিতা 'ডিজিটালি আর্কাইভ' করে মুঠোফোনের আওতায় এনে আরও সহজে বেশিরভাগ মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াস নিশ্চিতভাবেই রবীন্দ্রপ্রেমীদের কাছে এক বড় পাওনা।