ওয়েব ডেস্ক: দিল্লিতে বেশকিছুদিন সময় কাটিয়ে, অবশেষে মুম্বইয়ে ফিরল ছোট্ট নবাব তৈমুর আলি খান পাতৌদি। তবে এবার বেশ হাসিখুশিই দেখা গেল তৈমুরকে। 
কিছুদিন আগেই মুম্বই থেকে '‍ভির দি ওয়েডিং'‍ -এর শ্যুটিং-এ দিল্লি উড়ে গিয়েছিলেন করিনা। তখন মুম্বই বিমানবন্দরে কেঁদে ভাসাতে দেখা গিয়েছিল তৈমুরকে।  সেদিন বোধহয় বিশেষ ভালো মুডে ছিল না সে।  মাম্মির কোলে উঠেও কান্না থামল না। তবুও মাম্মি করিনার থেকেও বেশি ক্যামেরার ফ্ল্যাশ তৈমুরের দিকেই ছিল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


তবে শনিবার ফের মুম্বই ফেরার সময় অবশ্য বিন্দুমাত্র কাঁদল না সইফ-করিনা পুত্র। এবার বেশ ভালো মেজাজেই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দিল সে।  স্ট্রাইপ শার্ট ও ডেনিম জিন্সে দিব্যি দেখাচ্ছিল তাকে।


দেখুন সেইসব ছবি..









প্রসঙ্গত, প্রেগনেন্সির পর করিনার কাম ব্যাক ফিল্ম '‍ভির দি ওয়েডিং'‍ -এর শ্যুটিং চলাকালীন হোটেলে মাম্মীকে ছেড়ে ন্যানি-র কাছে হোটেলে একাই কাটাতে হয়েছে তৈমুরকে। এজন্য অবশ্য করিনাকে ট্রোলড হতেও হয়েছে। তবে এনিয়ে করিনার সাফ জবাব ছিল, '‍'‍মাতৃত্ব মানে নিজেকে ভুলে ‌যাওয়া নয়।... আমরা মাল্টিটাস্কিং-এ বিশ্বাসী।