`গণপতি বাপ্পা মৌরিয়া` বলে চিতকার, হাত জোড় করে প্রণাম ছোট্ট তৈমুরের
সাদা পাঞ্জাবিতে দেখা যায় করিনা-পুত্রকে
নিজস্ব প্রতিবেদন: ২ সেপ্টেম্বর থেকে গোটা দেশ মেতে ওঠে গণেশ উতসবে। গোটা দেশের পাশাপাশি মুম্বই জুড়ে শুরু হয় গণেশ আরাধনা। সাধারণ মানুষের পাশপাশি সেলিব্রিটিরাও মেতে ওঠেন গণেশ বন্দনায়। কাপুর পরিবার থেকে খান বাড়ি কিংবা সঞ্জয় দত্তের বাড়িতে, গণেশ বন্দনায় মেতে ওঠেন বি টাউনের সেলিব্রিটিরা। সেই তালিকা থেকে বাদ পড়লেন না করিনা কাপুর খান-রাও।
আরও পড়ুন : রানির মতো সাজ, ভাইরাল ঐশ্বর্য রাই বচ্চনের সাধের ছবি
২০১৮ সালে পিসি রিমা জৈনের বাড়ির গণেশ পুজোয় হাজির হন করিশ্মা, করিনারা। গণেশ পুজোর দিন সাদা রঙের পঞ্জাবি পরে বাপ্পার আরাধনায় দেখা যায় করিনা-পুত্র তৈমুর আলি খান-কে। গত বছরের মতো এ বছরও রিমা জৈনের বাড়ির গণেশ পুজোয় হাজির হন করিনা, করিশ্মারা। মায়ের সঙ্গে রিমা জৈনের বাড়িতে এবারও হাজির হয় ছোট্ট তৈমুর। মায়ের সঙ্গে সেই পুজোতে হাজির হয়ে 'গণপতি বাপ্পা মৌরিয়া' বলে চিতকার করতে সোনা যায় বেবি টিমকে।
আরও পড়ুন : ফুলের গয়না পরে ফের নতুন বউ সাজলেন নুসরত জাহান
তৈমুরের সেই ছবি এবং ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।
গণেশ পুজোর আগে জন্মাষ্টমীর দিনও তৈমুরকে দেখা যায় উতসব পালন করতে। ছোট্ট নবাবের সেই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর তা ছড়িয়ে পড়ে।