নিজস্ব প্রতিবেদন : সিঙ্গাপুর থেকে ফেরার পরই ছেলে তৈমুরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন করিনা কাপুর খান। মনীষ মালহোত্রার ফ্যাশন শো শেষ করে মুম্বইতে ফেরার পর প্রথমে তৈমুরকে নিয়ে প্লে স্কুলে যান করিনা। ছোট্ট নবাবের ঝক্কি সামলাতে তাঁকে কোলে নিয়ে শুটিং স্পট ঘুরিয়ে তারপর স্কুলে পৌঁছে দেন করিনা। আর এবারও ক্যামেরার ফ্ল্যাশ দেখে হাসি হাসি মুখে করে তাকিয়ে থাকতে দেখা যায় তৈমুরকে। কিন্তু, গন্ডগোলটা কোথায় হল জানেন?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : কে এই পিঙ্কি লালওয়ানি, যাঁর সঙ্গে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন বিজয় মালিয়া


করিনা যখন পাপারাত্জির সামনে থেকে ছেলেকে এক প্রকার জোর করে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তখন কেঁদে ফেলে তৈমুর। ছেলের ওই কান্না দেখে হেসে ফেলেন করিনা নিজেও। ছোট থেকেই যে তৈমুর ক্যামেরাপ্রেমী হয়ে উঠেছে, তা এই ছবি থেকেই বেশ স্পষ্ট।


আরও পড়ুন : বিকিনি ছবি শেয়ার, আক্রমণ মন্দিরা বেদিকে


দেখুন সেই ছবি..




আরও পড়ুন : টেলি অভিনেতা গুরমিত চৌধুরীকে খুনেরহুমকি, আতঙ্ক




এদিকে সিঙ্গাপুরে মনীষ মালহোত্রার ফ্যাশন শো-র হাজির হওয়ার পর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন করিনা কাপুর খান। আর ওই ছবি দেখার পরই বেবো বেগমকে ‘কঙ্কাল’ বলে আক্রমণ করা হয়। এমনকী, জিরো ফিগারের চক্করে পড়ে করিনা যেন খাওয়াদাওয়া না ছাড়েন, সে উপদেশও দেওয়া হয় বেবোকে। যদিও আক্রমণের মুখে পড়েও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি করিনা কাপুর খান।