নিজস্ব প্রতিবেদন : ফের খবরের শিরোনামে সইফ আলি খান (Saif Ali Khan) । সইফের একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। যে ভিডিয়ো দেখে প্রশ্ন উঠতে শুরু করে, এবার কি তাহলে রাজনীতিতে যোগ দলেন সইফ? অবাক লাগছে শুনে? বিষয়টি খোলসা করেই বলা যাক তাহলে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার মুক্তি পায় তাণ্ডব-এর (Tandav) ট্রেলার। অ্যামাজন প্রাইমের এই ওয়েব সিরিজেই এবার স্ক্রিন শেয়ার করছেন সইফ আলি খান। যেখানে অন্যতম মুখ্য চরিত্রে রয়েছেন সইফ। বলিউডের ছোটে নবাবের সঙ্গে রয়েছেন ডিম্পল কপাডিয়া, হিমাংশু কিষাণ মেহরা, গওহর খানরা। তাণ্ডব-এর টিজার প্রকাশ্য়ে আসার পর থেকেই শুরু হয় গুঞ্জন। এবার আলি আব্বাস জাফরের ওই ওয়েব সিরিজের ট্রেলার প্রকাশ্যে আসার পর জোর কদমে শোরগোল শুরু হয়ে যায়।


আরও পড়ুন : কঠিন রাস্তাই পৌঁছে দেবে ইচ্ছেপূরণের 'ডেস্টিনেশনে', আশায় শ্রাবন্তী


দেখুন তাণ্ডবের ট্রেলার...


 



জানা যাচ্ছে, মুক্তি পাওয়ার পর মোট ৯ ভাগে দেখা যাবে আলি আব্বাস জাফরের ওই ওয়েব সিরিজ।


আরও পড়ুন : তারকাদের কাছের বন্ধু, ভারতের 'ভ্যাকসিন-ম্যান' আদর পুনাওয়ালার স্ত্রীকে চেনেন?


এদিকে তাণ্ডবের ট্রেলার যেদিন মুক্তি পায়, সেদিনই প্রকাশ্যে আসে আলি আব্বাস জাফরের বিয়ের প্রথম ছবি। যেখানে বিয়ের পর স্ত্রীর হাতে হাত রেখে ছবি তুলতে দেখা যায় আলিকে। বলিউডের জনপ্রিয় পরিচালকের বয়ের ছবি প্রকাশ্যে আসতেই বি টাউনের তারকারা তাঁকে শুভেচ্ছা জানাতে শুরু করেন। ক্যাটরিনা কাইফ থেকে ইসাবেল কাইফ, সুনীল গ্রোভাররা আলি আব্বাস জাফরকে শুভেচ্ছা জানাতে শুরু করেন। যদিও আলি আব্বাস জাফরের অন্যতম প্রিয় মানুষ সলমন খান তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।