নিজস্ব প্রতিবেদন:  'তনাজি: দ্যা আনসাং ওয়ারিয়র' ছবির হাত ধরে বলিউডে ১০০টি ছবি কমপ্লিট করে ফেলবেন অজয় দেবগন। ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে অজয়কে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবিতে অজয়ের ফার্স্ট লুক। অন্যদিকে, ছবিতে অজয়ের প্রতিপক্ষ চরিত্র উদয়ভান রাঠোরের ভূমিকায় দেখা যাবে সইফ আলি খানকে। এবার সইফের সেই লুকই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে আনলেন অজয়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উদয়ভান রাঠোরের ফার্স্টলুক প্রকাশ্যে আনার পর ক্যাপশানে সইফ লিখেছেন, ''উদয়ভানকে দরবার মে গলতি কি মাফি নেহি, সির্ফ সাজা মিলতি হ্যায়।'' পোস্টারে তলোয়ার হাতে, সুর্মা পরা চোখের সইফের ক্রুর দৃষ্টি ভয় ধরাচ্ছে। 


আরও পড়ুন-দুর্গাপুরের এই লেবেল ক্রসিংয়েই কাটা পড়ছেন একাধিক মহিলা, ঘনাচ্ছে রহস্য



 'তনাজি: দ্যা আনসাং ওয়ারিয়র' এর অজয় ও সইফের ফার্স্ট লুক প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই ছবিটি নিয়ে বেশ উৎসাহ তৈরি হয়েছে সিনেমাপ্রেমীদের মধ্যে। কমবেশি সকলেই অজয়-সইফের মুখোমুখি লড়াই দেখার জন্য আগ্রহী।


এদিকে শুধু সিনেমাপ্রেমীরাই নয়, ছবিতে অজয়ের লুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে খোদ শাহরুখ সহকর্মী বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ''বন্ধু, তোমার পরবর্তী আরও ১০০টি ছবির অপেক্ষায় রইলাম। এই মাইলস্টোন পার করার জন্য অনেক শুভেচ্ছা রইল। তুমি আরও অনেক দূর এগিয়ে যাও। তনাজির জন্য অনেক শুভেচ্ছা রইল।''



জানা যাচ্ছে, মারাঠা বীর সুবেদার তনাজি মালসুরের ভূমিকায় দেখা যাবে অজয় দেবগনকে। যে তনাজি ছিলেন ছত্রপতি শিবাজি ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মী। তার সাহসিকতার বীরগাথা মারাঠিদের মুখে মুখে ঘোরে। সেই তনাজি মালসুরের উপরই তৈরি হতে চলেছে এই ছবি। নাম রাখা হয়েছে 'তনাজি: দ্যা আনসাং ওয়ারিয়র' ছবিটি। এই ছবি প্রসঙ্গে অজয় বলেছিলেন, যিনি নিজের দেশ ও ছত্রপতি শিবাজির জন্য লড়াই করেছিলেন। সেই যোদ্ধা তনাজি মালসুরের বীরগাথাই উঠে আসবে এই ছবির মাধ্যমে।



আরও পড়ুন-ভারতীয় ফুটবলের জনকের ভূমিকায় দেব! একে যুগপুরুষের ভূমিকায় দেখা যাবে দেবকে? ইনি কে? জেনে নিন...


এই ছবির অন্যতম আকর্ষণ এখানে অজয়ের বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে কাজলকে। 'তনাজি: দ্যা আনসাং ওয়ারিয়র' ছবিটির প্রযোজনাও করছেন অজয় দেবগন। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন ওম রাউত। ১৯ নভেম্বর প্রকাশ্যে আনা হবে ছবি ট্রেলার। ছবিটি প্রকাশ্যে আনা হবে ২০২০ সালের ১০ জানুয়ারি। ছবিটির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অজয়-অতুল।