Shahrukh Khan : `লোকে বলছে আমরা নাকি দানব`, এনসিবি আধিকারিকদের সামনে কেঁদে ফেলেন শাহরুখ
সম্প্রতি, NCB আধিকারিক সঞ্জয় সিং নিজেই সংবাদমাধ্যমের কাছে একথা তুলে ধরেছেন।
নিজস্ব প্রতিবেদন : ২০২১-এর ২ অক্টোবর। হঠাৎই মাদক যোগের অভিযোগে গ্রেফতার হন বলিউড বাদশা শাহরুখ (Shahrukh Khan) পুত্র আরিয়ান খান। নিমেষে চূর্ণ হয় খান পরিবারের সম্মান। ছেলের বিরুদ্ধে ওঠা এমন অভিযোগে ভেঙে পড়েছিলেন শাহরুখ-গৌরী। তবে সে সময়টা বিষাক্ত হয়ে উঠেছিল কিং খানের পরিবারের কাছে। জনরোষের মুখে পড়েছিলেন তাঁরা। কিছু লোকজন 'দানব', 'সন্ত্রাসবাদী', 'নরখাদক' কোনও তকমা দিতেই ছাড়েননি শাহরুখের পরিবারকে। গোটা পরিস্থিতিতে বিধ্বস্ত শাহরুখ এনসিবি আধিকারিকদের সামনে বসে কেঁদে ফেলেন। সম্প্রতি, NCB আধিকারিক সঞ্জয় সিং নিজেই সংবাদমাধ্যমের কাছে একথা তুলে ধরেছেন।
মাদক যোগের অভিযোগে একমাস জেল খাটার পর অবশেষে জামিনে মুক্তি পান শাহরুখ পুত্র আরিয়ান। সেসময় মাদক মামলার তদন্তে গঠিত হয়েছিল বিশেষ তদন্তকারী দল। যার প্রধান ছিলেন NCB আধিকারিক সঞ্জয় সিং। সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে তিনিই কিং খানের মানসিক অবস্থা তুলে ধরেছেন। তাঁর কথায়, তদন্তের সময় তাঁদের সামনে বসে কাঁদতে কাঁদতে শাহরুখ তাঁর পরিবারের মানসিক অবস্থার কথা তুলে ধরেছিলেন। বলেছিলেন, ''এখন তাঁর পরিবারের লোকজনকে দানব, সন্ত্রাসবাদী '' এসব কথাও শুনতে হচ্ছে। সঞ্জয় জানিয়েছেন আরিয়ানও রাতে ঘুমোতে পারছিলেন না। বাবা হয়ে কী ভীষণ মানসিক যন্ত্রণার মধ্যে ছেলেকে ফোনে সঙ্গ দিয়েছেন কিং খান।
এখানে শেষ নয়, সঞ্জয় সিং জানিয়েছেন, আরিয়ান খান তাঁদের প্রশ্ন করেছিলেন, ''স্যার আপনি আমার পরিবারের সম্মান নষ্ট করছেন। সত্যিই কি এটা আমাদের প্রাপ্য ছিল? তবে গত ২৭ মে শেষপর্যন্ত মাদক মামলায় ক্লিন চিটও দেওয়া হয়েছে আরিয়ান খানকে।