ঠাম্মার বয়ফ্রেন্ড!
স্বাদ বদলাচ্ছে সিনেমা। চোখ বদলাচ্ছে তার দর্শন। যুগ যেভাবে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সমান্তরালেই পায়ে পায়ে তালে তাল মিলিয়ে চলছে টলিউড। `টিপিক্যাল টলিউড` মার্কা সিনেমা আর দেখব না! এই কথাটা বাঙালি আর বলে না। বরং বাংলার বক্স অফিসে বলিউডকেও টেক্কা দিচ্ছে টলি। পরিচালক শিবপ্রসাদ ও নন্দিতার সিনেমা দেখেতো মুগ্ধ বিগ বি-ও। এগিয়ে যাচ্ছে টলিউড। ভাবনার পরিসর বাড়ছে। টলি ভাবনা ভাবাছে বাকিদের। টলিউড এবার জন্ম দিচ্ছে আরও এক উদ্ভট কনসেপ্টের সিনেমা। `উদ্ভট` কারণ, এমনটা টলিউড এর আগে কখনও ভাবেনি। এমনকি বলিউডেও হয়নি। টলিউড `বাবা কেন চাকর` অধ্যায় পেরিয়ে এখন `মায়ের বিয়ে`র আধুনিকতায় ছুটছে। এবার আরও একধাপ এগিয়ে, `ঠাম্মার বয়ফ্রেন্ড`!
ওয়েব ডেস্ক: স্বাদ বদলাচ্ছে সিনেমা। চোখ বদলাচ্ছে তার দর্শন। যুগ যেভাবে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সমান্তরালেই পায়ে পায়ে তালে তাল মিলিয়ে চলছে টলিউড। 'টিপিক্যাল টলিউড' মার্কা সিনেমা আর দেখব না! এই কথাটা বাঙালি আর বলে না। বরং বাংলার বক্স অফিসে বলিউডকেও টেক্কা দিচ্ছে টলি। পরিচালক শিবপ্রসাদ ও নন্দিতার সিনেমা দেখেতো মুগ্ধ বিগ বি-ও। এগিয়ে যাচ্ছে টলিউড। ভাবনার পরিসর বাড়ছে। টলি ভাবনা ভাবাছে বাকিদের। টলিউড এবার জন্ম দিচ্ছে আরও এক উদ্ভট কনসেপ্টের সিনেমা। 'উদ্ভট' কারণ, এমনটা টলিউড এর আগে কখনও ভাবেনি। এমনকি বলিউডেও হয়নি। টলিউড 'বাবা কেন চাকর' অধ্যায় পেরিয়ে এখন 'মায়ের বিয়ে'র আধুনিকতায় ছুটছে। এবার আরও একধাপ এগিয়ে, 'ঠাম্মার বয়ফ্রেন্ড'!
মুখ্য চরিত্রে কিংবদন্তী অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। রয়েছেন 'বোমক্যাশ' আবির চট্টোপাধ্যায়। পরিচালক অনিন্দ্য ঘোষ। প্যারাডাইস প্রোডাকশন প্রযোজিত এই সিনেমা মানুষের মন কতটা জয় করবে, সেটা পরের প্রশ্ন, আগে দেখুন ট্রেলর।