নিজস্ব প্রতিবেদন : অরিজিৎ সিংয়ের ভক্তদের জন্য সুখবর। মুক্তি পেল অরিজিৎ সিংয়ের নিজের লেখা ও সুরকরা প্রথম গান। নাম 'রিহা'। যে গানটির স্টোরি ও কনসেপ্ট অরিজিতের স্ত্রী কোয়েল সিংয়ের। এমনকি এই মিউজিক ভিডিয়োটির পরিচালকও কোয়েল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'রিহা' অর্থ মুক্তি। অরিজিতের নিজের লেখা ও সুরকরা গানটির ভিডিয়ো অ্যানিমেটেড। যেখানে একটি শিশুকে বাড়ির জানালা দিয়ে পাখা মেলে প্রজাপতি কিংবা ঘুড়ির মত উড়ে যেতে দেখা যাচ্ছে। লকডাউনে ছোট ছোট শিশুদের বাড়িতে আটকে দমবন্ধ হওয়ার অবস্থা হয়েছিল। এখনও তাঁরা যে আগের মতোই স্বচ্ছন্দে ঘুরে বেড়াতে পারছে তেমনটা নয়। খুব স্বাভাবিকভাবে, তাঁদের এই বন্দী জীবন ভালো লাগছে না। একটানা কম্পিউটারের উপর চোখ রেখে আর কতক্ষণ ভালো লাগে? মন যে দৌড়ে বেড়াতে চায়। বাড়িতে বন্দি থাকলেও কল্পনায় ভর দিয়ে তাঁদের মন ছুটে বেড়ায়, তাতে তো কোনও বাধা নেই! সে কথা মাথায় রেখেই গান লিখে ফেলেছেন অরিজিৎ, যার সুরও দিয়েছেন নিজেই। নাম 'রিহা'। 


আরও পড়ুন-''মাস্কের জন্য এবার পুজোয় ভালো করে মেয়েদের মুখটাই দেখতে পাব না'', আফসোস বনির   



এর আগে বহু হিন্দি, বাংলা ছবিতে অরিজিৎ সিংয়ের গান শ্রোতাদের মন জিতে নিয়েছে। তবে এবার গায়ক অরিজিতের পাশাপাশি গীতিকার ও সুরকার অরিজিতকেও পেলেন তাঁর অনুরাগীরা।


আরও পড়ুন-করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বাহুবলী অভিনেত্রী তামান্না ভাটিয়া