জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের সমালোচনার শীর্ষে বিবেক অগ্নিহোত্রীর ছবি 'দ্য কাশ্মীর ফাইলস'। গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে বিতর্ক দানা বাঁধল এই ছবিকে ঘিরেই। ইফির জুরি চেয়ারম্যান নাদাভ লাপিড বললেন, “অত্যন্ত অশ্লীল এবং উদ্দেশ্যপ্রণোজিত ছবি।” তিনি আরও বলেন, সমস্ত জুরি সদস্যরা উৎসবে ছবিটি দেখে "বিরক্ত ও হতবাক"। নাদাভ লাপিডের বক্তব্য, আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১৫টি ছবি ছিল। তার মধ্যে ১৪টির সিনেম্যাটিক গুণ মারাত্মক। যা নিয়ে অনেক আলোচনাও হয়েছে। কিন্তু ১৫ নম্বর ছবি দেখে স্তম্ভিত, বিরক্ত। দ্য কাশ্মীর ফাইলস,প্রোপাগান্ডা, অশ্লীল ছবি। চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক বিভাগের জন্য একেবারেই উপযুক্ত নয়।”


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Casting Couch in Tollywood: ‘বন্ধুকে ধর্ষণ করে খুনের চেষ্টা পরিচালকের' ওয়েব সিরিজ থেকে সরে দাঁড়িয়েছিলেন দর্শনা


গত ২৩ নভেম্বর ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির প্রধান অভিনেতা অনুপম খের বলেন, ‘এটি ১৯৯০-এর দশকে কাশ্মীরি পণ্ডিতদের সম্প্রদায়ের সঙ্গে যে অসহনীয় ঘটনা ঘটেছে তা সারা বিশ্বের মানুষকে সচেতন করতে সাহায্য করেছে। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবিটিতে প্রধান চরিত্রে রয়েছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী এবং পল্লবী জোশী। ফিল্মটি ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি দ্বারা প্রশংসিত হয়েছে এবং বেশিরভাগ বিজেপি শাসিত রাজ্যে করমুক্ত করা হয়েছে। তবে বক্স অফিসে নজরকাড়া ফল করেছিল দ্য কাশ্মীর ফাইলস। কাশ্মীরী পন্ডিতদের কাশ্মীর থেকে উৎখাত করার যে সত্য কাহিনী উঠে এসেছে এই ছবিতে তা মন জয় করেছে সাধারণ সিনেপ্রেমী থেকে শুরু করে সমালোচকদের। 


১৯৯০-এ উপত্যকা থেকে কাশ্মীরি পণ্ডিতদের 'গণহত্যা'র উপর ভিত্তি করে, 'দ্য কাশ্মীর ফাইলস'-বিতর্কের ঝড় তুলেছে বারবার। তবে ইফির মঞ্চে ভৎসর্নার শিকার হল এই ছবি। তবে, ইফির প্রধান তাঁর মন্তব্যের জেরে বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্বদের সমালোচনার মুখে পড়েছে। ‘দ্য কাশ্মীর ফাইলস’-এ অন্যতম প্রধান চরিত্র অভিনেতা দর্শন কুমার বলেন, “প্রত্যেকেরই নিজস্ব মতামত রয়েছে।ছবি দেখে ও বুঝে তাদের যা মনে হয়েছে বলতে পারে। কিন্তু কেউ অস্বীকার করতে পারে না যে 'কাশ্মীর ফাইলস' এমন এক ছবি যা কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের প্রকৃত দুর্দশার চিত্র তুলে ধরেছে। যারা এখনও সন্ত্রাসবাদের নৃশংসতার বিরুদ্ধে ন্যায়ের লড়াই করছে। সুতরাং এই ছবিটি অশ্লীলতা নয় বরং বাস্তব।''


তবে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ঘিরে সাম্প্রতিক বিতর্কে ল্যাপিডের সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করছেন ইজরায়েলের কাউন্সেল জেনারেল কোব্বি শোশানি৷  তিনি ট্যুইট করে লেখেন, আমি কাশ্মীর ফাইল দেখেছি এবং অভিনেতাদের সঙ্গে দেখা করেছি। নাদভ লাপিডের থেকে আমার মতামত ভিন্ন। নাদভকে নিজের মতামত জানিয়েওছি।'


আরও পড়ুন, Nusrat-Mimi: মিটেছে দূরত্ব! ‘বোনুয়া’ মিমির সঙ্গে ফ্রেমবন্দি নুসরত


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)