নিজস্ব প্রতিবেদন: টুইট(Tweet), পাল্টা টুইটে সংঘাত তুঙ্গে। ছবি মুক্তির আগে থেকেই শুরু টুইটার যুদ্ধ। দ্য কাশ্মীর ফাইলসের(The Kashmir Files) পরিচালক বিবেক অগ্নিহোত্রী(Vivek Agnihotri) টুইট (tweet) করেন যে তাঁর ছবিতে বড় স্টার না থাকায় এই ছবির প্রচার করতে রাজি নন কপিল শর্মা(Kapil Sharma)। এমনকি তাঁদের কাছে আবেদন করা হলেও সেই আবেদন ফিরিয়ে দিয়েছে শো কতৃর্পক্ষ। পরিচালকের অভিযোগের ভিত্তিতে এক নেটিজেনের(Netizen) প্রশ্নের উত্তরে কপিল বলেন যে, বিবেকের কথা সত্যি নয়। এরপরই অনুপম খেরের একটি ভিডিও পোস্ট করেন কপিলশর্মা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অনুপম খের(Anupam Kher) সেই ভিডিওতে বলেন যে, দুমাস আগে তাঁর কাছে দ্য় কপিল শর্মা শো(The Kapil Sharma Show) থেকে ফোন আসে এবং তিনি মনে করেন যে কপিল শর্মা শো একটি ফান শো, সেখানে কাশ্মীর ফাইলসের প্রচার করা ঠিক নয়, কারণ ছবিটি খুবই সিরিয়াস বিষয় নিয়ে। এই ভিডিও পোস্ট করে অনুপম খেরকে ধন্যবাদ জানান কপিল। সেই টুইট ফের শেয়ার করে অনুপম কপিলের বিরুদ্ধে অভিযোগ করেন যে কপিল অর্ধ সত্য কথা বলছেন। 


টুইট তরজা যখন তুঙ্গে তখন এই প্রসঙ্গে মুখ খুললেন দ্য কাশ্মীর ফাইলস ছবির অভিনেতা দর্শন কুমার(Darshan Kumar)। এক সাক্ষাৎকারে তিনি বলেন,'এই মুহূর্তে কপিল শর্মা শো তুমুল জনপ্রিয়। সিরিয়াস ছবি হোক বা কমেডি ছবি, কপিল শর্মা শোয়ে কোনও ছবির প্রচার হওয়া গুরুত্বপূর্ণ। কিন্তু এখন দর্শক এই সিনেমাকে আপন করে নিয়েছে, কথা আছে জনতা জনার্দন। সপ্তাহের কাজের দিনগুলোতে বক্স অফিসে ভালো ফল করছে এই ছবি। আমার মনে হয় আমরা সৎভাবে একটা ছবি বানিয়েছি যা দর্শকের মন ছুঁয়ে গেছে।' 


আরও পড়ুন: TRP List: হাড্ডাহাড্ডি লড়াইয়ে মিঠাই-গাঁটছড়া-মন ফাগুন, টিআরপি তালিকায় শীর্ষস্থানে কোন ধারাবাহিক?


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)