নিজস্ব প্রতিবেদন: মুম্বই শহরে থই থই করছে সমুদ্রের জল। সমুদ্রের জলে ত্রস্ত্র গোটা শহর। চরম শক্তিশালী ঘূর্ণিঝড়ে বিভীষিকা দিন কাটিয়েছেন বাণিজ্যনগরীর বাসিন্দারা। সোমবার সকালে মুম্বই সংলগ্ন পূর্ব-মধ্য আরব সাগরে অবস্থান করছিল ঝড়। পূর্বাভাস অনুযায়ী মুম্বইয়ে ঝড়ের ঝাপটা দিয়ে গুজরাট উপকূলের উনারের দিকে অগ্রসর হয় Tauktae। সেই ঝড়ের বিভীষিকা মুহূর্তের কথা তুলে ধরেছেন অভিনেতা অভিনেত্রীরা।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঝড়ের তাণ্ডবে রেহাই পায়নি অমিতাভ বচ্চনের দফতর জনক। সেখানে এখনও থই ছই করছে জল। এমনকি কমল হাসানের কন্যা অভিনেত্রী শ্রুতি হাসান জানিয়েছে ঝড়ের তাণ্ডবে তাঁর বাড়ির জানলা প্রায় ভেঙে পড়ছিল। 


অমিতাভ বচ্চন ব্লগে জানিয়েছেন, ‘ঝড়ের মাঝে এক অদ্ভুত ভূতুড়ে নিস্তব্ধতা রয়েছে। সারা দিন ধরে প্রচণ্ড ঝড়, বৃষ্টি, গাছ পড়ে যাওয়া, চার দিকে জল জমে রয়েছে। জনকেও জল ভর্তি হয়ে গিয়েছে, বর্ষাকালের কথা মাথায় রেখে প্লাস্টিকের কভার দেওয়া হয়েছিল। সেগুলি ছিঁড়ে বেরিয়ে গেছে। শেডগুলি উড়ে গেছে। তবে, লড়াইয়ের মানসিকতা অটূট। ভয়াবহ পরিস্থিতি ছিল কাল!।


কর্মীদের প্রসঙ্গেও ব্লগে লেখেন বিগ বি। সকলে মিলে একসঙ্গে হাত লাগিয়েছে কাজে। সবাই মিলে আপৎকালীন ভিত্তিতে মেরামত করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে। পুরও ভিজে গিয়েছে ওঁরা, তাও কাজ করছেন। আমার আলমারি থেকে তাঁদের পোশাক দিয়েছি বদলানোর জন্য।


অন্য দিকে শ্রুতি হাসান ঝড়ের সময়ের ভিডিও পোস্ট করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। যেখানে তিনি বলছেন, ‘‘ভয়াবহ ঝড়ের মুখে পড়েছিলাম আমরা কাল।  ঝড় হলে খুব ভয়ে পেয়ে যাই আমি ।’’


প্রসঙ্গত, আজ ভোররাতে গুজরাতে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড়। এর আগে, আরব সাগরের এই ঘূর্ণিঝড় মুম্বইয়ে দাপট দেখায়। শহরের বেশ কিছু জায়গায় ভারী বর্ষণে জল জমে যায়।