জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  নিরামিষ খেয়েও যে নিজের সৌন্দর্য ধরে রাখা যায়, তা আরও একবার প্রমাণ করে দিলেন বলিউডের জনপ্রিয় তারকা জ্যাকলিন ফার্নান্দেজ ও রিতেশ দেশমুখ। তারা দুজনেই নিরামিষভোজী। ২০২৪ সালের ভারতের 'সবচেয়ে সুন্দর নিরামিষাশী তারকা' হিসাবে মনোনীত হয়েছেন এই জুটি। পিপল ফর দ্য ইথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেলস (পেটা) ইন্ডিয়া এই তালিকা প্রকাশ করেছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পিপল ফর দ্য ইথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেলস (পেটা) ইন্ডিয়া জানিয়েছে, 'অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ ও অভিনেতা রিতেশ দেশমুখ নিরামিষাশী। প্রাণীদের জন্য তাদের কাজের স্বীকৃতিস্বরূপ এই শিরোপা জিতেছেন তাঁরা।' প্রাণীর সুরক্ষায় সব ধরনের চেষ্টা করেন জ্যাকলিন। পেটা ইন্ডিয়ার কাজকে বিভিন্নভাবে সমর্থন করে থাকেন তিনি। যার মধ্যে রয়েছে জ্যাকলিনের ফ্রি গজরাজ ক্যাম্পিং। এই ক্যাম্পিংয়ের মাধ্যমে ৫০ বছরেরও বেশি সময় শিকলে বেঁধে রাখা একটি হাতিকে উদ্ধার করা হয়েছে। এছাড়া নিরামিষ খাবার খেতে উৎসাহ প্রদান করা এবং অ্যাঙ্গোরা উলের ব্যবহারের বিরুদ্ধে একটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন তিনি। ঘোড়ায় টানা গাড়ি এড়ানোর পরামর্শও দিয়েছেন জ্যাকলিন।


আরও পড়ুন- Smriti Irani: অমেঠিতে লজ্জার হার! আবার বছর ১৫ পর সিরিয়ালে কামব্যাক 'তুলসী'র?


এদিকে রিতেশ দেশমুখও নিরামিষ খাওয়ার প্রচার করেন। এমনকি তার স্ত্রী জেনেলিয়ার সঙ্গে একটি নিরামিষ মাংসের সংস্থাও প্রতিষ্ঠা করেছিলেন। পেটা ইন্ডিয়ার সেলিব্রিটি অ্যান্ড পাবলিক রিলেশনস ভাইস প্রেসিডেন্ট শচীন বাঙ্গেরা বলেন, 'অভিনয় থেকে শুরু করে প্রাণী অধিকারের ক্ষেত্রে সক্রিয়তা দেখিয়ে জ্যাকলিন ফার্নান্দেজ এবং রিতেশ দেশমুখ সত্যিকারের সুপারস্টার হিসাবে প্রমাণিত হয়েছেন।' 


আরও পড়ুন- Upcoming Film Update: অর্জুনের লক্ষ্যভেদ! শাহরুখ-সলমানরা দল বেঁধেও পারেননি, এই ছবি রিলিজের আগেই কামিয়ে নিল ৯০০ কোটি...


২০২০ সাল পর্যন্ত এই শিরোপার নাম ছিল 'হটেস্ট ভেজিটেরিয়ান সেলিব্রিটি অ্যাওয়ার্ড'। এই শিরোপা বিজয়ীদের মধ্যে রয়েছেন জিনাত আমান, জ্যাকি শ্রফ, ফাতিমা সানা শেখ, রাজকুমার রাও, আলিয়া ভাট, অক্ষয় কুমার, শ্রদ্ধা কাপুর, সোনু সুদ, শহিদ কাপুর, রেখা এবং অমিতাভ বচ্চন।


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)