নিজস্ব প্রতিবেদন: মুক্তি পেল সোনম কাপুর অভিনীত 'দ্য জোয়া ফ্যাক্টর'-এর ট্রেলার। লেখিকা অনুজা চৌহানের বইয়ের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবি। ছবিতে জোয়া সোলাঙ্কির চরিত্রে অভিনয় করছেন সোনম কাপুর।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ট্রেলার দেখা যায় নিজের কপাল ভাল না হলেও ভারতীয় ক্রিকেট দলের জন্য সৌভাগ্য নিয়ে আসেন জোয়ারূপী সোনম। মানুষ ভাগ্যের উপর কতটা নির্ভর করে থাকে, এই ছবি তাঁরই প্রমাণ। সোনমের বিপরীতে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার ডালকার সলমনকে।


আরও পড়ুন: হুবহু অক্ষয়ের মতো! বলিউড খিলাড়ির 'হামসকল'-কে দেখেছেন...



ট্রেলার মুক্তি পাওয়ার ঘণ্টাখানেক আগে নিজের ট্যুইটার হ্যান্ডেলে ছবির আরও একটি পোস্টার শেয়ার করেন সোনম। 



আরও পড়ুন: শাহিদ-মীরার স্বপ্নের বাড়ির দাম কত জানেন!


সোনম কাপুর ও ডালকার সলমনের পাশাপাশি এই ছবিতে অভিনয় করছেন সোনমের কাকা সঞ্জয় কাপুর। ছবির পরিচালনার করছেন অভিষেক শর্মা। আগামী ২০ সেপ্টেম্বর মুক্তি পাবে 'দ্য জোয়া ফ্যাক্টর'।