নিজস্ব প্রতিবেদন: বয়স তিন মাসও হয়নি, তবে তাতে কি! এখন থেকেই ছোট্ট ইনায়াকে পড়াশোনা করাচ্ছেন সোহা! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঠিক বুঝলেন না তো?


ভাবছেন এই বয়সে আবার পড়াশোনা কিসের! আসলে সোমবার ইনস্টাগ্রামে সোহা যে ছবিটা পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, সোহা একটি বই নিয়ে পড়ছেন, যেটি আবার তাঁর নিজেরই লেখা বই, নাম 'Perils Of Being Moderately Famous'। সেটাই সোহা মেয়ে ইনায়াকে কোলে বসিয়ে পড়ে পড়ে শোনাচ্ছেন। ইনায়া তার কতটা বুঝতে পারছে, তা জানা নেই। কিন্তু সোহার চেষ্টায় অন্তত কোনও খামতি নেই। সেই ছবিই পোস্ট করেছেন সোহা।


 


ছবি...


 

 


A post shared by Soha (@sakpataudi) on


 

 


A post shared by Soha (@sakpataudi) on


 

 


A post shared by Soha (@sakpataudi) on


 

 


A post shared by Soha (@sakpataudi) on


সম্প্রতি, হিন্দুস্থান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সোহা জানিয়েছেন, মা হওয়ার পর কীভাবে তাঁর জীবন বদলে গেছে। সোহার কথায় আগে তাঁর জীবন ছিল কঠোর শৃঙ্খলায় বাঁধা। কখন তিনি জিমে যাবেন, কখন ঘুমোবেন সবকিছু ঠিক করা থাকত। তবে এখন তাঁর জীবন চলে ইনায়াকে ভিত্তি করেই। এখন তিনি কী খাবেন, কখন ঘুমোবেন, টিভিতে কী দেখবেন সবকিছু ইনায়ার উপর নির্ভর করে। আর সোহার কথায় এটাকেই হয়ত মাতৃত্ব বলে। 


আরও পড়ুন-  বিয়েটা নাকি করেই ফেলেছেন বিরুষ্কা!