ওয়েব ডেস্ক: জনপ্রিয় গায়িকা সুনীধি চৌহানকে এতদিন শুধুমাত্র গায়িকা হিসেবেই আমরা দেখে এসেছি। কিন্তু এবার তাঁকে অন্য ভূমিকায় দেখা যেতে চলেছে। তাঁকে দেখে যেতে চলেছে রূপোলি পর্দায়। তবে শুরুটা তিনি শর্ট ফিল্ম দিয়েই করতে চলেছেন। স্বল্প দৈর্ঘ্যের এই ছবির নাম ‘প্লেইং প্রিয়া’। এই ছবির পরিচালক ‘লেকর হাম দিওয়ানে দিল’ ছবি খ্যাত আরিফ আলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


৩২ বছর বয়সী ‘শিলা কি জওয়ানি’ খ্যাত সুনীধি চৌহান ‘প্লেইং প্রিয়া’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে চলেছেন। প্রথমবার পর্দার সামনে অভিনয় করার প্রসঙ্গে সুনীধি বললেন, ‘আমি সবসময়ই অভিনয় করতে চাইতাম। কিন্তু কখনও ভাবতে পারিনি অভিনয় করাকে এতটা এনজয় করব। অভিনয় করার পুরো অভিজ্ঞতাটাই খুব মজাদার ছিল।’


অভিনেত্রী হিসেবে কেমন কাজ করলেন সুনীধি চৌহান, সেই প্রসঙ্গে সুনীধি সম্পর্কে অনেক প্রশংসা করলেন পরিচালক আরিফ আলি।