নিজস্ব প্রতিবেদন : ​ভিক্টোরিয়া মেমোরিয়ালে ২৩ জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তী পালনের অনুষ্ঠান নিয়ে বিতর্ক অব্যাহত। নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের মধ্যে কীভাবে সেখানে 'জয় শ্রীরাম' ধ্বনি দেওয়া হল,তা নিয়ে ঘটনার দিনই প্রশ্ন তোলেন নুসরত জাহান (Nusrat Jahan)। তৃণমূলের (TMC) এক সাংসদ অভিনেত্রীর পর বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফুঁসে ওঠেন মিমি চক্রবর্তী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নেতাজি জন্মজয়ন্তীর অনুষ্ঠান শেষ হওয়ার পর নিজের ট্যুইটার হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করেন মিমি (Mimi Chakraborty)। ভিক্টোরিয়ার মতো হেরিটেজ ভবনে অনুষ্ঠানের পর কীভাবে সেখানে যত্রতত্র খাবারের প্যাকেট, নোংরা ফেলে পরিবেশ দূষিত করা হয়, তা নিয়ে প্রশ্ন তোলেন মিমি। শুধু তাই নয়, ভিক্টোরিয়া মেমোরিয়ালে যদি অনুষ্ঠানের আয়োজন করা হয়, তা শেষের সেই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত বলেও মন্তব্য করেন মিমি। 


আরও পড়ুন : বন্ধ হচ্ছে 'দ্য কপিল শর্মা শো', মন খারাপ নেটিজেনদের


 



অভিনেত্রী (Actor) সংসাদের কথায়, ভিক্টোরিয়া মেমোরিয়ালে খাবার নিয়ে ঢোকা যায় না বলেই জানেন তিনি। তাহলে নেতাজি জন্মজয়ন্তীর অনুষ্ঠানের পর কেন হেরিটেজ ভবনটি দায়িত্ব নিয়ে পরিষ্কার করা হল না, তা নিয়ে প্রশ্ন তোলেন যাদবপুরের সাংসদ। শুধুমাত্র 'আপনাদের' জন্যই কি নিয়ম ভাঙা যায় বলেও তোপ দাগেন মিমি। যদিও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মিমির ক্ষোভ প্রকাশের পরও এ বিষয়ে পালটা কাউকে মন্তব্য করতে শোনা যায়নি।


আরও পড়ুন : অঙ্কুশ, ঐন্দ্রিলার বাড়ির পার্টি, ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ভাইরাল


প্রসঙ্গত ২৩ জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী (Mamata Bnaerjee) বলতে ওঠার সময় জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হয়। ওই ঘটনার পরপরই প্রতিবাদ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি অনুষ্ঠানের মধ্যে কেন রাজনৈতিক স্লোগান দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। ওই ঘটনা পরপরই বিষয়টি নিয়ে প্রতিবাদে সরব হন নুসরত জাহান।