লকডাউনে ক্ষতিগ্রস্ত বিনোদন জগত, কেন্দ্রের কাছে ত্রাণের আর্জি নুসরতের
এই পরিস্থিতিতে বিনোদন শিল্পের জন্য সংসদে ত্রাণের আর্জি জানালেন সাংসদ নুসরত জাহান।
নিজস্ব প্রতিবেদন : করোনা আবহে লকডাউনের সময় থেকে বন্ধ সিনেমা হল। কেন্দ্রের তরফে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার কথা বলা হয়। এই পরিস্থিতিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে টেলিভিশন, সিনেমা সহ গোটা বিনোদন জগত। এই পরিস্থিতিতে বিনোদন শিল্পের জন্য সংসদে ত্রাণের আর্জি জানালেন সাংসদ নুসরত জাহান।
বাদল অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে নুসরত বলেন, ''লকডাউনের সময় থেকেই বহু সিনেমাহল বন্ধ রয়েছে। বহু প্রযোজনা সংস্থা অনির্দিষ্টকালের বন্ধ। যে কারণে এই শিল্প ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। বিনোদন জগতের সঙ্গে যুক্ত বহু মানুষ কাজ হারিয়েছেন। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থাও শোচনীয়। এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত অভিনেতা, গায়ক, টেকনিশিয়ান, মেকআপ শিল্পীরা কাজ হারিয়েছেন।''
নুসরত জাহান রুহি আরও বলেন, ''আমি সরকারের কাছে পুরো বিষয়টি খতিয়ে দেখে বিনোদন জগতের জন্য আর্থিক প্যাকেজ অনুমোদনের জন্য অনুরোধ করব।''
প্রসঙ্গত, আনলক ৪ পর্বের সময় থেকেই সিনেমাহল খোলার আর্জি জানিয়েছেন বিনোদন জগতের মানুষজন। হলগুলি খোলার দাবিতে সোশ্যলে 'আনলক সিনেমা সেভ জবস' (#UnlockCinemaSaveJobs)-এর স্লোগান উঠেছে। আর তাতে শামিল হয়েছেন বাংলার তারকারাও। দেব, মিমি, অঙ্কুশ সহ বিনোদন জগতের অনেকেই #UnlockCinemaSaveJobs হ্যাশট্যাগে সরব হয়েছেন। নুসরত জাহানও তাঁর সংসদে ভাষণের এই ভিডিয়ো #UnlockCinemaSaveJobs হ্যাশট্যাগে শেয়ার করেছেন।