প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী রীতা কয়রাল
পারিবারিক সূত্রে খবর, বেশ কয়েক মাস ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন অভিনেত্রী।
নিজস্ব প্রতিবেদন : প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী রীতা কয়রাল। টেলি সিরিয়াল এবং সিনেমার ভীষণই চেনা মুখ রীতা কয়রাল। পারিবারিক সূত্রে খবর, বেশ কয়েক মাস ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন অভিনেত্রী। রবিবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৫ বছর। জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ টলি পাড়া।
টেলিভিশনের বহু জনপ্রিয় সিরিয়ালের মুখ্য চরিত্রে ছিলেন রীতা কয়রাল। মূলত খলনায়িকার ভূমিকায় অভিনয় করেই দর্শকদের প্রশংসা কুড়িয়ে ছিলেন তিনি। বর্তমানে স্টার জলসায় 'রাখি-বন্ধন' সিরিয়ালের মুখ্য বিরোধী চরিত্রে অভিনয় করছিলেন তিনি। পাশাপাশি, জি বাংলায় 'স্ত্রী' সিরিয়ালের মুখ্য চরিত্র নীরুর মায়ের ভূমিকাতেও দেখা যায় অভিনেত্রীকে। সাহসী অভিনেত্রী হিসেবেও তাঁর সুপরিচিতি ছিল। ‘বেয়াদপ’, ‘দত্ত ভার্সেস দত্ত’, ‘পারমিতার একদিন’, 'বড় বউ', 'অসুখ', 'গুণ্ডা', 'জীবন নিয়ে খেলা', 'চিরদিনই তুমি যে আমার' প্রভৃতি ছবিতেও অভিনয় করেছেন রীতা কয়রাল।
আরও পড়ুন, 'পদ্মাবতী' নিয়ে স্মৃতিকে চিঠি বসুন্ধরার
রীতা কয়রালের অকাল প্রয়াণে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।