কালো রঙ নিয়ে গঞ্জনা, online abuse-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের শ্রুতির
২০১৯ সাল থেকে তাঁর কালো গায়ের রঙ নিয়ে সোশ্যাল মিডিয়ায় গঞ্জনার শিকার হতে হচ্ছে শ্রুতিকে।
নিজস্ব প্রতিবেদন: দেশের মাটি ধারাবাহিকের জন্য জনপ্রিয় অভিনেতা শ্রুতি দাস এদিন পুলিসে অভিযোগ দায়ের করলেন। online abuse-এর বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। ২০১৯ সাল থেকে তাঁর কালো গায়ের রঙ নিয়ে সোশ্যাল মিডিয়ায় গঞ্জনার শিকার হতে হচ্ছে শ্রুতিকে। এক সংবাদপত্রে দেওয়া শ্রুতির বক্তব্য অনুয়ায়ী, বাংলা ধারাবাহিকের এক জনপ্রিয় চরিত্রে অভিনয় করার পর থেকেই এই ধরণের আক্রমণ শুরু হয়।
টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে শ্রুতি বলেন, ''সম্প্রতি আমার ব্ল্যাক বোর্ড বলেও ডাকা হয়েছে। বলা হচ্ছে যে ধারাবাহিকে পায়েল দে, রুকমা রায়ের মতো অভিনেত্রীরা রয়েছেন সেখানে আমাকে কীভাবে হিরোইন হিসাবে কাস্ট করা হচ্ছে। এমনকী বলা হচ্ছে চরিত্র পাওয়ার জন্য আমি কমপ্রোমাইজ করছি। কিছু মানুষ ভাবছে স্বর্ণেন্দুর সঙ্গে সম্পর্কের কারণে আমি কাজ পাচ্ছি। কিন্তু কেউ বলছে না ত্রিনয়ণী শুরু হওয়ার ৬মাস পরে আমরা একে অপরকে ডেট করেছি।''
আরও পড়ুন, ডাব্বুর লেন্সে ধরা দিলেন শার্টলেস হৃতিক, স্পষ্ট অ্যাবস, কী লিখলেন প্রাক্তন স্ত্রী?
শ্রুতি জানান, ''আমার গায়ের রঙের কারণে বারবার সমালোচনার মুখে পড়তে হয়। আমিও মানুষ। সেই কারণেই আইনি পথে হাঁটবার কথা ভাবলাম। গতকাল অভিযোগ দায়েরও করেছি। প্রসঙ্গত, দেশের মাটি ধারাবাহিকে নোয়ার চরিত্রে অভিনয় করছেন শ্রুতি।''