জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘তোমাদের রানি’র হিন্দি ভার্সন যে আসতে চলেছে সে খবর আগেই জানা গিয়েছিল। আর সেই রেশ ধরেই নাকি মায়ানগরীর ছোটপর্দায় লিড রোলে দেখা যাবে অভীকা মালাকারকে। 'তোমাদের রানি' ধারাবাহিকের রানীর কথাই বলা হচ্ছে। জানা গিয়েছে, সুশান্ত দাসের প্রযোজনায় 'বয়হুড প্রোডাকশন্স'-এর ব্যানারে হিন্দি ধারাবাহিকে পা রাখতে চলেছেন অভীকা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Mohini Dey: রহমানের সংসার ভেঙেছেন তিনি! মারাত্মক আবেদনময়ী, গুণী এই বং-গার্ল মোহিনী দে কে?


সোশ্যাল মিডিয়ায় অভীকার হাতে ক্লাপস্টিক-সহ ছবি পোস্ট করেছেন প্রযোজক সুশান্ত দাস। লিখেছেন 'সি ইজ ব্যাক'। ধারাবাহিক ‘রাঙামতি তিরন্দাজ’-এও অভীকাকে প্রথম ভেবেছিলাম। পরে দেখা গেল, চরিত্রের সঙ্গে অভীকাকে মানাচ্ছে না। এমনকি লুকটেস্ট-ও  হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে  অভিনেত্রী নিজেই সরে এসেছিলেন এই চরিত্র থেকে। প্রযোজকের মতে,  অভীকাও সেটা বুঝেছিল। ওর বাবা সেই সময় জানিয়েছিলেন, মেয়ে আমার সঙ্গে কাজ করুক, এটাই চান তিনি। কারণ, ওর অভিনয় দুনিয়ায় আসা আমার হাত ধরে।


ইতিমধ্যেই প্রোমো শ্য়ুট হয়ে গিয়েছে। অভীকাকে এখানে রাজকোটের মেয়ে হিসেবে দেখানো হবে। আর নায়ক আমেদাবাদের। আমেদাবাদে আমাদের আউটডোর হবে। বাংলাতে যেমন রানীকে বর্ধমানের কুলটির মেয়ে দেখিয়েছিলাম এখানে সে রাজকোটের মেয়ে। নায়িকার বিপরীতে দেখা যাবে হিন্দি ছোট পর্দার চেনা মুখ ফারমান হায়দারকে। থাকছেন সুচিত্রা খন্না, গোবিন্দ খতরি, জিতেন লালওয়ানি এবং বলিউডের আরও অনেকে। ইন্ডোর শ্যুটিং হবে ফিল্মিস্তানে।



আরও পড়ুন, Indrasish Divorce: ডিভোর্স হয়েছে এক বছর আগেই! কেন বিচ্ছেদ হল ইন্দ্রাশিসের?


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)