ওয়েব ডেস্ক: পুজোয় এবার একসঙ্গে আসছে অনেক সিনেমা। কাকাবাবু, ব্যোমকেশ ইয়েতি অভি‌যান-এর মত গোয়েন্দা কাহিনী, সঙ্গে ককপিটে বসে আসছেন দেব। তারই মাঝে অন্য স্বাদের প্রেমের গল্প নিয়ে আসতে চলেছে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের  '‍প্রজাপতি বিস্কুট'‍। এখানেই শেষ নয়, লিস্টে অবশ্যই রাজ চক্রবর্তীও আছেন মজাদার প্রেমের গল্প নিয়ে '‍বলো দুগ্গা মাঈকী...'‍


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একেবারে পুজোর স্বাদে প্রেমের গল্প বলা ‌যেতে পারে। বনেদি বাড়ির ‌যৌথ পরিবারের পুজো, আনন্দ, ধুনুচি নাচ, আন্তাক্ষরী, ঢাকের বাদ্যি, হৈচৈ, আড্ডা সব স্বাদই আছে। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ফিল্মের ট্রেলার।


ট্রেলার দেখে বোঝা ‌যাচ্ছে গল্পটা বড়লোক দাদুর বিগড়ে ‌যাওয়া নাতির। ‌যে পড়াশোনা না করে শুধুই ফুর্তি করে বেড়ায়, আর মেয়েদের পিছনে ঘুরঘুর করে। তার এধরনের কাজকম্মের জন্য সে চড়-থাপ্পড়ও কম খায় না। তবুও কথায় বলে না, '‍স্বভাব ‌যায় না মলে', ওই আর কি। তবে এভাবেই তার সঙ্গে আলাপ হয় নুসরত জাহানের। তারপর প্রেম, বাকিটা অবশ্য ২২ সেপ্টেম্বর সিনেমা মুক্তির পরই জানা ‌যাবে।



আরও পড়ুন- ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, উষ্ণ লুকে হাজির বিপস, দেখুন সেই ছবি..