নিজস্ব প্রতিবেদন: 'পদ্মাবতে' খলজির ভূমিকায় অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়ে নিয়েছেন রণবীর সিং। সমসাময়িক অভিনেতাদের ছাড়িয়ে অনেকটা উপরে উঠে গিয়েছেন এই কর্মচঞ্চল তারকা। তাঁর মুকুটে এবার জুড়ল নতুন পালক। ভারতীয় তারকার নামে আস্ত একটা ট্রেনের নামকরণ করল সুইত্জারল্যান্ড সরকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সুইত্জারল্যান্ডের নৈস্বর্গিক দৃশ্য সেলুলয়েডে দেখিয়েছিলেন যশ চোপড়া। সে দেশে রয়েছে যশ চোপড়ার একটি মূর্তিও। সেই যশের প্রযোজনায় 'ব্যান্ড বাজা বারাত' ছবিতে অভিষেক হয়েছিল রণবীর সিংয়ের। 'আলাউদ্দিন খলজি'র অন্যতম পছন্দের জায়গা সুইত্জারল্যান্ড। এই প্রথম কোনও ভারতীয় অভিনেতার নামে সুইত্জারল্যান্ডের ট্রেনের নামকরণ করা হল। নাম দেওয়া হয়েছে ‘Ranveer on Tour’। ট্রেনে চড়তে পারবেন পর্যটকরা আল্পসের প্রসিদ্ধ গোল্ডেন লাইনে চলবে এই ট্রেন। আগামী ৩০ এপ্রিল যাত্রা শুরু করবে 'রণবীর অন ট্যুর'।অতিসম্প্রতি সুইত্জারল্যান্ডে বেড়াতে গিয়ে একাধিক ছবি পোস্ট করেছিলেন রণবীর।




রণবীরের কেরিয়ারগ্রাফও তুঙ্গে। সদ্য জোয়া আখতারের 'গলি বয়ে'র শ্যুটিং শেষ করেছেন। এই ছবিতে রণবীরের বিপরীতে রয়েছেন আলিয়া ভাট। এরপর রোহিত শেট্টির 'সিম্বা' ছবির কাজ শুরু করবেন 'বাজিরাও'। এই ছবিতে সইফকন্যা সারা আলি খানের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে রণবীর সিংকে।         


আরও পড়ুন- সুস্থ আছেন মুমতাজ, ভিডিওবার্তায় নিশ্চিত করলেন অভিনেত্রীর মেয়ে