জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেশ কয়েক সপ্তাহ ধরেই বাংলা ধারাবাহিকগুলির TRP তালিকায় বেশ রদবদল চলেছে। এসপ্তাহেও তার অন্যথা হল না। এই সপ্তাহে TRP তালিকায় সকলকে চমকে দিলেন 'লক্ষ্মী কাকিমা'। ৮.২ নম্বর নিয়ে এই সপ্তাহে টিআরপি-র শীর্ষে উঠে এসেছে এই ধারাবাহিক। রবিবার দিদি নম্বর ১-এ গিয়ে লক্ষ্মী কাকিমা জয়ী তো হয়েছেন সঙ্গে মহামিলন পর্বের দৌলতে উঠে এসেছেন শীর্ষে, বুঝিয়ে দিয়েছেন লক্ষ্মী কাকিমা-ই সুপারস্টার (Lokkhikakima Superstar)। এই সপ্তাহে মহামিলন পর্বের রেটিং দাঁড়িয়েছে ৯.৫।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিকে বেশ কয়েক সপ্তাহ ধরেই TRP তালিকায় পিছিয়ে পড়েছে দর্শকদের পছন্দের ধারাবাহিক 'মিঠাই'। এই সপ্তাহে 'মিঠাই'-এর পাশাপাশি পিছিয়ে গিয়েছে 'গাঁটছড়া'। দ্বিতীয় স্থানে উঠে এসেছে 'ধুলোকণা', এই সপ্তাহে তার প্রাপ্ত নম্বর ৭.৯। তিন নম্বরে রয়েছে 'আলতা ফড়িং', চতুর্থ স্থানে রয়েছে 'মিঠাই'। চলুন এক নজরে দেখে নি সেরা ১০ ধারাবাহিক।  


প্রথম-লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৮.২)


দ্বিতীয়-  ধুলোকণা (৭.৯)


তৃতীয়- আলতা ফড়িং (৭.৭)


চতুর্থ- মিঠাই (৭.৭)


পঞ্চম- গৌরী এলো (৭.৪) 


ষষ্ঠ- এই পথ যদি না শেষ হয় (৬.৩)


সপ্তম-উমা (৬.২)


অষ্টম- অনুরাগের ছোঁয়া (৬.১)


নবম- বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৫.৭)


দশম-খেলনা বাড়ি ( ৫.৬)


এদিকে বেশ কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় পিছিয়ে পড়ায় মন খারাপ 'মিঠাই'-এর ভক্তদের। তার মধ্যে 'মিঠাই' ধারাবাহিক শেষ হয়ে যাচ্ছে বলেও গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও এখনই এই ধারাবাহিক শেষ হওয়ার কোনও সম্ভবনা নেই বলেই জানিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। অন্যদিকে টিআরপি তালিকায় পিছিয়ে পড়েছে 'মন ফাগুন' ধারাবাহিকটিও। সেরা দশে জায়গা হয়নি 'মন ফাগুন'-এর।