স্ট্যান্ডআপ কমেডিয়ান দীপাংশুর বিরুদ্ধে মারধর, হেনস্থার অভিযোগ
একের পর এক অভিযোগ উঠে আসতে শুরু করে
নিজস্ব প্রতিবেদন : 'কিচ্ছু চাইনি আমি' থেকে 'পুটকিভাই' কিংবা 'টুম্পা সোনা'। তাঁর গান থেকে র্যাপ কিংবা কমেডি বা অভিনয় যখন মন কাড়তে শুরু করে দর্শকদের, সেই সময় আচমকাই মি টু-এর অভিযোগ উঠতে শুরু করে দীপাংশু আচার্যর বিরুদ্ধে। কী করেছেন দীপাংশু আচার্য ( Dipangshu Acharya)? এমন প্রশ্ন যখন উঠতে শুরু করে, সেই সময় ফেবসুক সহ সোশ্যাল হ্যান্ডেলে ভাইরাল হতে শুরু করে কবি, অভিনেতা, কৌতুকশিল্পী দীপাংশু আচার্যর বিরুদ্ধে একের পর এক অভিযোগ।
সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় দীপাংশু আচার্যর বিরুদ্ধে মারধর এবং অত্যাচারেরর অভিযোগ করে সরব হন অভিনেতা, গীতিকারের প্রাক্তন বান্ধবী শ্রেয়সী চৌধুরী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে শ্রেয়সী অভিযোগ করেন, তাঁর সঙ্গে সম্পর্ক থাকাকালীন দীপাংশু তাঁকে মারধর করতেন। ২০০৮ সাল থেকে তাঁদের দুজনের মধ্যে সম্পর্ক দানা বাঁধতে শুরু করে। সম্পর্কে জড়ানোর এক বছরের মধ্যে অর্থাত ২০০৯ থেকে দীপাংশু তাঁর উপর শারীরিক নিগ্রহ শুরু করেন। তাঁর বন্ধুদের সামনেই দীপাংশু তাঁর উপর উৎপীড়ন শুরু করেন। মাত্র ১৯ বছর বয়সে দীপাংশুর সঙ্গে যখন তিনি সম্পর্ক নিয়ে জেরবার, সেই সময় সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। যা জানার পর দীপাংশু আত্মহত্যার হুমকি দিতে শুরু করেন বলে দাবি করেন শ্রেয়সী।
আরও পড়ুন : অনুষ্কার কোলে নবজাতক, ভাইরাল বিরাট-কন্যার ছবি?
এমনকী, দীপাংশু যখন 'ভায়োলেন্ট' হয়ে পড়েন, সেই সময় তাঁর যোনিতেও লাথি মারেন বলেও অভিযোগ করেন শ্রেয়সী। ওই সময় দীপাংশুর অত্যাচার সহ্য করতে না পরে, ২০০৯ সালে মে মাসের পর শ্রেয়সী কলকাতা ছেড়ে বেঙ্গালুরুতে পাড়ি দেন। বেঙ্গালুরুতে গিয়ে দীপাংশুর হাত থেকে শ্রেয়সী বাঁচেন বলেও নিজের ফেসবুক হ্যান্ডেলে দাবি করেন। শ্রেয়সীর ওই দাবি প্রকাশ্যে আসার পর পরই তা ভাইরাল হতে শুরু করেছে।
আরও পড়ুন : দিশা হারালে স্বামীজিই পথ দেখান, বিবেকানন্দের জন্মদিনে ট্যুইট Kangana-র
প্রাক্তন বান্ধবী থেকে শুরু করে প্রাক্তন স্ত্রী, দীপাংশুর বিরুদ্ধে একের পর এক অভিযোগ ওঠার পর সামাজিক মাধ্যমে পালটা কয়েকটি পোস্ট করেন জনপ্রিয় এই কৌতুকশিল্পী। তিনি বলেন, তাঁর হারানোর কিছু নেই, ভয়ের কিছু নেই। অক্ষরে অক্ষরে পালানোরও কিছু নেই।