বাগদান হয়ে গেল এই বাঙালি বলিউড অভিনেত্রীর
ওয়েব ডেস্ক: বাগদান হয়ে গেল বলিউড এবং টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জি -র। কমেডি নাইটস বাঁচাও , দেবো কা দেব মহাদেব অভিনেত্রী পূজা ব্যানার্জি তাঁর দীর্ঘদিনের প্রেমিক কুনাল ভার্মাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন। একটি ব্যক্তিগত অনুষ্ঠানে তাঁদের বাগদান পর্ব শেষ হল।
সূত্রের খবর, ১৬ আগস্ট পরিবার এবং বন্ধুদের সামনে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে আংটি বদল হয় অভিনেত্রী পূজা ব্যানার্জি এবং কুনাল ভার্মা –র। তাঁদের ৯ বছরের সম্পর্ক অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হল। সোশ্যাল মিডিয়ায় বাগদানের ছবি পোস্ট করেছেন তাঁরা। দেখে নিন তাঁদের বাগদানের ছবিগুলি।