নিজস্ব প্রতিবেদন : আমফানের দাপটে লন্ডভন্ড কলকাতা। কোথাও গাছ পড়েছে, কোথাও আবার ভেঙেছে বাড়ি, লাইট পোস্ট, ছিঁড়েছে বিদ্যুৎ-এর তার। পরিস্থিতি সামাল দিতে দিনরাত কাজ করে চলেছেন পুর কর্মীরা। চারিদিকে চলছে গাছ কেটে রাস্তা সাফ করা ও বিদ্যুৎ সংযোগ ঠিক করার কাজ। এমন পরিস্থিতি আমফানে পড়ে যাওয়া গাছ কাটার কাছে নিজেই এগিয়ে এলেন Zee বাংলার 'কৃষ্ণকলি' খ্যত অভিনেতা নিখিল ওরফে নীল ভট্টাচার্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোশ্যাল মিডিয়ায় গাছ কাটার ভিডিয়ো পোস্ট করে অভিনেতী নীল লিখেছেন, তাঁর ওষুধের দোকানের সামনে গাছ পড়ে যাওয়ায় মানুষের সমস্যা হচ্ছিল। তাই সেই গাছ কেটে সাফ করতে তিনি এগিয়ে এসেছেন। তাঁকে সহযোগিতা করেছেন তাঁর সহকর্মীরা। অভিনেতার পোস্ট থেকে মেডিক্যাল স্টোরটি তাঁর বলেই মনে করা হচ্ছে। 


আরও পড়ুন-নরেন্দ্র মোদীকে নিয়ে কুরুচিকর মন্তব্য, RAB-এর জেরায় কী বললেন বাংলাদেশের গায়ক নোবেল?



প্রসঙ্গত, 'কৃষ্ণকলি' ধারাবাহিকে 'শ্যামা'র স্বামী 'নিখিল'-এর ভূমিকায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেতা নীল ভট্টাচার্য। টেলিভিশনের দর্শকদের কাছে নিখিল বলেই পরিচিত তিনি।


আরও পড়ুন-করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরুণ ধাওয়ানের মাসির! শোকাহত অভিনেতা