ওয়েব ডেস্ক: অভিনয়ে তিনি যতটা প্রশংসিত, তার থেকে অনেক বেশি প্রশংসা এবং জনপ্রিয় হয়েছেন লেখিকা হিসেবে। বই হোক কিংবা সোশ্যাল মিডিয়া , যেখানেই তিনি কলম চালিয়েছেন, প্রশংসিত হয়েছেন। হ্যাঁ, রাজেশ কন্যা, অক্ষয় কুমারের ঘরণী এবং বলিউড ডিভা টুইঙ্কল খান্না -র কথাই বলা হচ্ছে। লেখার মাধ্যমে তাবড় তাবড় অনেককেই কুপোকাত করেছেন। তবে টুইঙ্কল খান্না শুধু মেয়ে কিংবা স্ত্রী নন, তিনি দুই সন্তানের মা ও। সম্প্রতি মেয়ে নিতারার সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। যা আপনাকে মুগ্ধ করবেই। দেখে নিন মেয়ের সঙ্গে টুইঙ্কল খান্নার সেই ছবি।