ওয়েব ডেস্ক: যোগ দিবসে সামিল বলিউড সেলেবরাও। যে যার নিজেদের মত করে। এই যেমন সদ্য বিয়ে করা বিপাশা বসু আর করণ সিং গ্রোভার। নতুন বিয়ের রঙেই যোগা দিবসে নিজেদের মজার ছবি পোস্ট করলেন বিপস-করণ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অন্যদিকে,গোটা বিশ্বের সঙ্গে তাঁরাও যোগ দিলেন যোগা দিবসে। ইউরোপে ছুটি কাটাতে গিয়ে অক্ষয় কুমার ও তাঁর স্ত্রী টুইঙ্কল খান্না যোগায় মাতলেন। অক্ষয়-টুইঙ্কলদের সঙ্গে সঙ্গ দিতে দেখা গেল গায়েত্রী যোশি ও তাঁর স্বামী বিকাশ ওবেরয়কে। এই ছবি টুইটারে শেয়ার করছেন অক্ষয়রা।



হাউসফুল থ্রি-র পর এখন ছুটি নিয়েছেন অক্ষয়। সমালোচকরা সেবাবে নম্বর না দিলেও অক্ষয়ের তৃতীয় হাউসফুলও বক্স অফিসে সাফল্য পেয়েছে। সামনে অনেক কাজ অক্ষয়ের তার আগে ছুটিতে থাকছেন।