নিজস্ব প্রতিবেদন: আগামী কয়েকদিনে ছোটপর্দায় আসছে বড়সড় পরিবর্তন। একের পর এক নতুন ধারাবাহিক আসতে চলেছে পর্দায়। একদিকে যেমন শুরু হতে চলেছে একাধিক ধারাবাহিক অন্যদিকে বন্ধ হয়ে যাচ্ছে বেশ কয়েকটি ধারাবাহিক। এরমধ্যে অন্যতম অপরাজিতা অপু(Aparajita Apu)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কিছুদিন আগে অবধিও টিআরপি তালিকায়(TRP List) প্রথম দশে থাকত এই ধারাবাহিক। কিন্তু এরপর ধীরে ধীরে পড়তে থাকে টিআরপি। তার জেরেই কি বন্ধ হতে চলেছে ধারাবাহিক? প্রশ্ন উঠেছে টেলিপাড়ায়। ২৬ মার্চ শেষবার সম্প্রচার হতে চলেছে অপরাজিতা অপু। ২৫ মার্চ শেষ হবে শুটিং।  ইতিমধ্যেই ধারাবাহিকের চিত্রনাট্যে এসেছে পরিবর্তন। অপু এখন মিস গোমস। মৃত্যুর পরে ছদ্মবেশ ধরেছে অপু। কেন এই ছদ্মবেশ, সেই রহস্যের সমাধান বাকি, তবে খুব শীঘ্রই সেই রহস্যের ইতি টানবেন পরিচালক। 


অপরাজিতা অপুর জায়গায় আসছে তিন বোনের গল্প উড়ন তুবড়ি(Udan Tubri)। স্টার জলসায় তিন বোনের গল্প গাঁটছড়া রয়েছে টিআরপি তালিকায় শীর্ষে। টিআরপি তালিকায় বেশ কয়েকমাস ধরে রাজ করছিল জি বাংলার ধারাবাহিক মিঠাই। কিন্তু বিগত কয়েক সপ্তাহে বদলেছে কাহিনী। শীর্ষে রাজ করছে স্টার জলসার ধারাবাহিক গাঁটছড়া। সেখানেও রয়েছে তিন বোনের গল্প, যাঁরা একটা দশকর্ম ভান্ডার চালায়। এরপরই তিন বোনের গল্প আনতে চলেছে জি বাংলা। উড়ন তুবড়ির গল্প যদিও গাঁটছড়ার থেকে সম্পূর্ণ আলাদা। তাও পুরনো শীর্ষস্থান ফিরে পেতেই নতুন ধারাবাহিক আনা হচ্ছে বলে মনে করেন অনেকেই। 


আরও পড়ুন: Shah Rukh Khan in OTT: নতুন ওটিটি অ্যাপ নাকি ওটিটিতে নয়া প্রজেক্ট! ধোঁয়াশা অব্যাহত শাহরুখের ঘোষণায়


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)