নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে সম্পর্কিত ড্রাগস মামলার তদন্তও সিবিআইয়ের করা উচিত। এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে। পাশাপাশি, দিশা সালিয়ানের মৃত্যু মামলার তদন্তের জন্য সিবিআইয়ের কাছেও দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার কেন্দ্রীয়মন্ত্রী রামদাস আটওয়ালে বলেন, ''মাদক একটা বিপদ, এই বিপদের অবসান করতে হবে। পাশাপাশি চোরাচালান আটকাতে হবে। NCB-র বিষয়টি নিয়ে তদন্ত করা উচিত। তবে সুশান্ত মৃত্যুর সঙ্গে সম্পর্কিত ড্রাগস মামলার তদন্ত সিবিআইয়েরও করা উচিত।''


আরও পড়ুন-মাস্ক পরলেও লিপস্টিক পরবই, ওটা খুবই আমার খুবই প্রিয়, পুজোর সাজ নিয়ে বললেন শ্রাবন্তী


এখানেই শেষ নয়, সুশান্তের সঙ্গে তাঁর প্রাক্তন ম্যানেজার দিশার মৃত্যুর প্রসঙ্গও টেনে আনেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে।  বলেন, ''আমরা শুনেছি, সুশান্ত সিংয়ের ম্যানেজার দিশা সালিয়ানকে ৮ই জুন বাড়িতে একটি পার্টির সময় তাঁর মাস্টার বেডরুমে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়েছিল। সুতরাং সিবিআইয়ের উচিত দিশার মৃত্যুর তদন্ত করা এবং শিগগিরই এই তদন্ত শেষ করা উচিত। '' ''



প্রসঙ্গত, গত ৮ জুন একটি আবাসনের ১৪ তলা থেকে পড়ে দিশার মৃত্যু হয় বলে জানা গিয়েছিল। সুশান্তের মৃত্যু হয়েছিল ১৪ জুন। অনেকেই দাবি করেছেন দিশার মৃত্যুর সঙ্গে সুশান্তের মৃত্যুর যোগ রয়েছে। এই মুহূর্তে সুশান্ত মামলার তদন্ত করছে CBI।