পার্থ প্রতিম চন্দ্র: শ্রীলঙ্কার মেয়ে জ্যাকলিন ফার্নান্ডেজ এখন বলিউডের প্রথম সারির নায়িকা। আজ তাঁর জন্মদিন। জেনে নিন জ্যাকলিনকে নিয়ে জানা অজানা তথ্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৫) জ্যাকলিনের প্রথম সিনেমার নাম ছিল আলাদিন। ২০০৯ সালে রিলিজ হওয়া সেই সিনেমাটা ছিল বছরের সবচেয়ে বড় ফ্লপ।


দেখুন-জ্যাকলিনের সবচেয়ে হট অবতার


৪) হলিউডেও সিনেমা করেছেন জ্যাকলিন। সেই সিনেমার নাম ডিফিনেশান অফ ফিয়ার।



৩) বলিউডে জ্যাকলিনের সবচেয়ে ভাল বন্ধু হলেন সোনম কাপুর।


পড়ুন- জ্যাকলিনের 'গোপন' বিয়ে



৪) পরিচালক সাজিদ খানের গার্লফ্রেন্ড হিসিবে যখন জ্যাকলিনের নাম উঠেছিল, তখন তিনি বলেছিলেন, সাজিদ আমার ভাইয়ের মত।



 


৫) জ্যাকলিন সবচেয়ে পছন্দ করেন রোমান্টিক সিনেমায় অভিনয় করতে।


৬) কিক-সলমনের বিপরীত অভিনয় করার খুশিতে সে রাতে খেতে ভুলে গিয়েছিলেন জ্যাকলিন।



 


৭) কিক, হাউসফুল, মার্ডার টু সহ বলিউডের বেশ কয়েকটা বড় হিট সিনেমায় তিনি অভিনয় করেছেন। কিন্তু আলাদিন, কিক, বাঙ্গিস্তানের মত সুপার ফ্লপ সিনেমাতেও জ্যাকলিন আছেন।