নিজস্ব প্রতিবেদন : ​নাতাশা স্ট্যানকোভিকের সঙ্গে হার্দিক পান্ডিয়ার বাগদানের পর সেলেব জুটিকে শুভেচ্ছা জানাতে শুরু করেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ৷ নেটিজেনরাও প্রণখুলে শুভেচ্ছা জানান নাতাশা-হার্দিককে৷ এসবের মাঝেই হার্দিক এবং নাতাশাকে শুভেচ্ছা জানালেন ক্রিকেটারের প্রাক্তন বান্ধবী (Urvashi Rautela) ঊর্বশী রউতেলা৷


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


নিজের সোশ্যাল হ্যান্ডেলে (Hardik Pandya) হার্দিক এবং নাতাশাকে শুভেচ্ছা জানান ঊর্বশী৷ সেখানে তিনি বলেন, (Natasa Stankovic) নাতাশা এবং হার্দিকের সম্পর্ক যেন সব সময় ভালবাসা এবং খুশিতে পরিপূর্ণ থাকে৷ হার্দিক এবং নাতাশা যেন সব সময় একে অপরের সঙ্গে ভাল থাকেন বলেও আশা প্রকাশ করেন বলিউড অভিনেত্রী৷ হার্দিকের প্রাক্তন বান্ধবীর ওই শুভেচ্ছার পরই সোশ্যাল সাইটে তা ভাইরাল হয়ে যায়৷


প্রসঙ্গত, বলিউড অভিনেত্রী ঊর্বশী রউতেলার সঙ্গে বেশ কিছুদিন সম্পর্কে জড়ান হার্দিক৷ কিন্তু নিজেদের সম্পর্ককে কখনওই প্রকাশ্যে আনেননি তাঁরা৷ শুধু তাই নয়, ঊর্বশীর সঙ্গে হার্দিকের সম্পর্কের কথা প্রকাশ্যে আসায়, বিরক্তও হয়ে যান হার্দিক৷ এরপরই হার্দিকের সঙ্গে সম্পর্কের বাঁধন থেকে বেরিয়ে যান ঊর্বশী রউতেলা৷