নিজস্ব প্রতিবেদন: আগামী ২৪শে জুলাই বুধবার, মহানায়ক উত্তমকুমারের ৩৯তম মত্যুবার্ষিকী। ওই দিন উত্তম মঞ্চে বিকেল ৫টায় আয়োজন করা হয়েছে উত্তম স্মরণ সন্ধ্যা। তার আগে সেই অনুষ্ঠানের কথা মাথায় রেখেই শুক্রবার প্রেস ক্লাবে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন উত্তমকুমারের পৌত্র শ্রী গৌরব চট্টোপাধ্যায়। প্রয়াত সুপ্রিয়া দেবীর কন্যা সোমা চট্টোপাধ্যায় ও তাঁর পুত্র শন। এদিন উত্তম কুমারকে নিয়ে তাঁদের স্মৃতিচারণায় উঠে এল নানান কথা। ঘরোয়া আলোচনায় ধরা পড়ল মহানায়কের নানান অজানা দিক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ইমতিয়াজ আলিকে সম্মান পর্তুগিজ সরকারের




জানা যাচ্ছে, ২৪ জুলাই মহানায়ককে নিয়ে আয়োজিত 'উত্তম স্মরণ সন্ধ্যা' অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মাধবী মুখোপাধ্যায়, অলকানন্দা রায়, সতীনাথ মুখোপাধ্যায়, মমতা শঙ্কর, আলোকশিল্পী নিমাই ঘোষ, সহ বিশিষ্টরা। ওইদিন শ্রীকান্ত আচার্য, রূপঙ্কর বাগচি, মনোময় ভট্টাচার্য, সৈকত মিত্র, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, লোপামুদ্রা মিত্র, শম্পা কুণ্ডু, মিস জোজো, মধুরিমা দত্ত চৌধুরী সহ আরও অনেক শিল্পীরই এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে। থাকবেন কোহিনুর সেন বরাট, দেবলীনা কুমার, দ্রাবিন চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট নৃত্যশিল্পীরা। সমগ্র অনুষ্ঠানের পরিচালনার দায়িত্বে রয়েছেন রেশমি চট্টোপাধ্যায়, কৌশিক সেনগুপ্ত।


আরও পড়ুন-পথ দুর্ঘটনায় মৃত্যু কিশোর অভিনেতার