নিজস্ব প্রতিবেদন: পোশাকে রামের নাম কেন? ডিপকাট টপে রামের নাম লেখা থাকায় এবার সমস্যায় পড়লেন বলিউড অভিনেত্রী বাণী কাপুর। মুম্বইয়ের বাসিন্দা রমা সাওয়ান্ত ইতিমধ্যেই বাণী কাপুরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। ডিপকাট টপে কেন রামের নাম লেখা, সেই অভিযোগেই বাণী বিরুদ্ধে থানায় হাজির হন রমা সাওয়ান্ত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : 'সুখের জন্য নিজের মেয়েকেও বিক্রি করতে পারেন', নোংরা আক্রমণ কামিয়া পঞ্জাবিকে



তাঁর অভিযোগ, রাম নাম লেখা ডিপকাট টপ পরে ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন বাণী কাপুর। সেই কারণেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। যদিও বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি বাণী কাপুর।


আরও পড়ুন :  ডিপকাট টপে রামের নাম, 'লাজলজ্জাহীন' বাণীকে নিষিদ্ধ করার দাবি
সম্প্রতি ডিপকাট টপে রামের নাম লেখা থাকায় সম্প্রতি নেটিজেনদের আক্রমণের মুখে পড়েন বাণী কাপুর। রামনাম লেখা টপ পরায় বাণীকে লাজলজ্জাহীন বলে আক্রমণ করেন নেটিজেনরা। রামের নাম লেখা ডিপকাট টপ পরে, হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হয়েছে বলেও বাণী কাপুরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে শুরু করেন নেট জনতা।