এবার কাটাপ্পা হয়ে অমরেন্দ্র বাহুবলীকে `মারলেন` বরুণ ধাওয়ান
বাহুবলী প্রথমটাই হোক অথবা, বাহুবলী ২ দ্য কনক্লুশন, সেরা দৃশ্যই তো কাটাপ্পার হাতে অমরেন্দ্র বাহুবলীর মৃত্যু। গোটা দুই পর্বের ফিল্মের গল্পই তো দাঁড়িয়ে ওই দৃশ্যের উপর ভর করে। বাহুবলী জ্বরে আক্রান্ত যখন গোটা দেশ, তখন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানই বা বাহুবলীর আঁচ থেকে নিজেকে সরিয়ে রাখেন কীভাবে!
ওয়েব ডেস্ক: বাহুবলী প্রথমটাই হোক অথবা, বাহুবলী ২ দ্য কনক্লুশন, সেরা দৃশ্যই তো কাটাপ্পার হাতে অমরেন্দ্র বাহুবলীর মৃত্যু। গোটা দুই পর্বের ফিল্মের গল্পই তো দাঁড়িয়ে ওই দৃশ্যের উপর ভর করে। বাহুবলী জ্বরে আক্রান্ত যখন গোটা দেশ, তখন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানই বা বাহুবলীর আঁচ থেকে নিজেকে সরিয়ে রাখেন কীভাবে!
আরও পড়ুন ভাইরাল শাহরুখ কন্যা সুহানা, ছবি দেখেছেন?
তাই বরুণ ধাওয়ান নিজের ভক্তদের জন্য সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতেও দেখা যাচ্ছে, বাহুবলী ফিল্মের মতোই প্রভাসকে তরোয়াল দিয়ে মারা হচ্ছে। মারছেন স্বয়ং বরুণ ধাওয়ান। এই ছবির নিচে আবার বরুণ ধাওয়ান ক্যাপশন লিখেছেন, 'এই কাজটা পৃথিবীতে মাত্র দু'জন করেছেন। একজন কাটাপ্পা। অন্যজন আমি। প্রভাস সত্যিই খুব ঠাণ্ডামাথার মিষ্টি মানুষ।'
আরও পড়ুন মধুর ভান্ডারকরের প্রথম পিরিয়ড ফিল্ম 'ইন্দু সরকার'-এর ট্রেলর লঞ্চ