নিজস্ব প্রতিবেদন : রাত পোহালেই বিয়ে। আলিবাগের দ্যা ম্যানসন হাউসে বসছে বরুণ ধাওয়ান-নাতাশা দালালের বিয়ের আসর। জানা গিয়েছে, বিয়েতে বিশাল লোকসমাগম নয়। স্বল্প কিছু লোকজনই বিয়েতে আমন্ত্রিত। তবে আমন্ত্রিতরা শর্ত সাপেক্ষে ঢুকতে পারবেন বিয়ের আসরে। আর শর্তটি কিন্তু বেশ গুরুতর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভাবছেন তো বিয়ের আসরে আমন্ত্রণ, তাও আবার শর্ত? আজ্ঞে হ্যাঁ। সেগুলি হল...


১. অতিথিদের সাফ জানানো হয়েছে, বরুণ-নাতাশার বিয়ের আসরে প্রবেশ করতে গেলে তাঁদের Covid-19 টেস্টের রিপোর্ট দেখাতে হবে। অতিথিদের ওয়েডিং প্ল্যানারদের কাছে তাঁদের কোভিড রিপোর্ট জমা দিতে হবে। গোটা বিয়ের আসর জুড়ে থাকছে মাস্ক (Mask) ও স্যানিটাইজার (Sanitizer)-এর একাধিক কাউন্টার থাকছে। 


২. এখানেই শেষ নয়। বরুণ-নাতাশার বিয়ের আসরে ফোন ব্যবহার করতে পারবেন না হোটেলের কর্মীরা। যাতে কেউ বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস না করতে পারেন সেকারণেই এই  ব্যবস্থা। তবে আমন্ত্রিত  ৫০ জন অতিথিদের ক্ষেত্রেও একই নিয়ম থাকছে কিনা তা অবশ্য স্পষ্ট নয়। 


এদিকে বিয়ের আসরের সামনে অর্থাৎ আলিবাগের দ্যা ম্যানসন হাউসের সামনে যাতে অবাঞ্ছিত ভিড় না হয়, সেকারণে ইতিমধ্যেই বসেছে পুলিস প্রহরা। প্রসঙ্গত ২৪ জানুয়ারি দীর্ঘদিনের বান্ধবী নাতাশা দালালের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বে বরুণ ধাওয়ান, নাতাশা দালাল। এই মুহূর্তে আলিবাগের দ্যা ম্যানসন হাউসে চলছে প্রাক-বিবাহ অনুষ্ঠান।