মাত্র তিন দিনেই বক্স অফিসে ধামাল `ভিরে দি ওয়েডিং`-এর
গত শুক্রবারই মুক্তি পেয়েছে করিনা, সোনম, স্বরা, শিখার `ভিরে দি ওয়েডিং`। প্রথম দিনেই ২০১৮র টপ ৫-এ জায়গা করে নিয়েছে সিনেমাটি। শুধু প্রথম দিনেই (শুক্রবার) ১০.৭০ কোটির ব্যবসা করেছিল সিনেমাটি। শনিবার ছবিটি ব্যবসা করে ১২.২৫ কোটি, আর রবিবার এর ব্যবসা ছিল ১৩.৫৭ কোটি। অর্থাৎ সব মিলিয়ে ছবিটির ব্যবসা দাঁড়ায় ৩৬.৫২ কোটি।
নিজস্ব প্রতিবেদন: গত শুক্রবারই মুক্তি পেয়েছে করিনা, সোনম, স্বরা, শিখার 'ভিরে দি ওয়েডিং'। প্রথম দিনেই ২০১৮র টপ ৫-এ জায়গা করে নিয়েছে সিনেমাটি। শুধু প্রথম দিনেই (শুক্রবার) ১০.৭০ কোটির ব্যবসা করেছিল সিনেমাটি। শনিবার ছবিটি ব্যবসা করে ১২.২৫ কোটি, আর রবিবার এর ব্যবসা ছিল ১৩.৫৭ কোটি। অর্থাৎ সব মিলিয়ে ছবিটির ব্যবসা দাঁড়ায় ৩৬.৫২ কোটি।
ইতিমধ্যেই ছবিটি ২০১৮র বক্স অফিসে সেরা ৫টি ছবির মধ্যে রয়েছে বলে হিসাব দিয়েছেন ফিল্ম সমালোচক তরণ আদর্শ। তিনি ছবিটিকে ৫ এর মধ্যে সাড়ে ৩ দিয়েছেন। ভিরে দি ওয়েডিং-কে 'বোল্ড' ফিল্ম বলে আখ্যা দিয়েছেন।
ছবিটিকে দেখে দর্শকরাও বেশ খুশি।
আরও পড়ুন-প্রয়াত রণবীর সিংয়ের ঠাকুমা, প্রাক্তন অভিনেত্রী চাঁদ বর্ক