নিজস্ব প্রতিবেদন: গুরুতর অসুস্থ বলিউড অভিনেত্রী বিদ্যা সিনহা। শ্বাসকষ্ট জনিত সমস্যার জন্য বৃহস্পতিবারই জুহুর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। তাঁর ফুসফুস ও হৃৎপিণ্ডের বেশকিছু সমস্যা রয়েছে বলে জানা যাচ্ছে। তবে আপাতত অভিনেত্রীর অবস্থা স্থিতিশীল বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'রজনীগন্ধা', 'ছোটি সি বাত', ছবিতে অভিনেতা অমল পালেকরের বিপরীতে দেখা অভিনয়ের জন্যই তিনি সবথেকে বেশি পরিচিতি পেয়েছিলেন। সম্প্রতি 'কুলফি কুমার বাজেওয়ালা' ধারাবাহিকেও দেখা যায় বিদ্যা সিনহাকে। একতা কাপুর কাব্যঞ্জলি ধারাবাহিকেও অভিনয় করেন বিদ্যা। তাঁকে দেখা যায় সলমনের 'বডিগার্ড' ছবিতেও।


আরও পড়ুন-আচমকাই অক্ষয়কে চেয়ার থেকে ঠেলে ফেলে দিলেন সোনাক্ষী, দেখুন কাণ্ড...



আরও পড়ুন-হানি সিংয়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা লখনউ আদালতের



'স্পট বয়'-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে অভিনেত্রী বিদ্যা সিনহাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। তাঁর অ্যাঞ্জিওগ্রাফি করা হয়েছে। প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনেও কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল অভিনেত্রী বিদ্যা সিনহাকে। ১৯৬৮ সালে তাঁর এক প্রতিবেশী যুবকের সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন বিদ্যা। এক কন্যা সন্তান দত্তক নেন। পরে ১৯৯৬ সালে মৃত্যু হয় বিদ্যা সিনহার স্বামীর। পরবর্তীকালে নেতাজি ভীমরাও সালুঙ্খে নামে এক ব্য়ক্তির সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন বিদ্যা। তবে পরবর্তীকালে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনেন তিনি এবং তাঁর বিবাহ-বিচ্ছেদ হয়। 


আরও পড়ুন-মেয়েকে খুন করে আত্মঘাতী অভিনেত্রী