জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। মৃত্যুর ভুয়ো খবরও রটেছে বার বার। কিন্তু মঙ্গলবার সকালে সেই খবরই সত্যি হয়ে গেল। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনোজ মিত্র। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর। মঙ্গলবার অর্থাত্‍ ১২ নভেম্বর সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান অভিনেতা। বার্ধ্যকজনিত সমস্যায় ভুগছিলেন। বর্ষীয়ান অভিনেতার ভাই, সাহিত্যিক অমর মিত্র জানান, মঙ্গলবার সকাল ৮টা ৫০ নাগাদ প্রয়াত হয়েছেন অভিনেতা মনোজ মিত্র। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Mithun Chakraborty Death Threat: ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের জের! পাকিস্তান থেকে মিঠুনকে খুনের হুমকি লরেন্স ঘনিষ্ঠর...


‘বাঞ্ছারামার বাগান’, ‘আদর্শ হিন্দু হোটেল’-‘ঘরে বাইরে’, 'শত্রু'-র মতো ছবিতে অভিয়ন করেছেন তিনি। ঝুলিতে ভরেছেন সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার। সল্টলেকের ক্যালকাটা হার্ট ইন্সিটিউটে ভর্তি ছিলেন এই দাপুটে অভিনেতা। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। অবস্থা অত্যন্ত সঙ্কটজনক বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা কমে যাওয়ার রক্তচাপ খুবই কমে গিয়েছিল। ওষুধের সাপোর্টে রাখা হয় তাঁকে।  তার পর সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না। 



পাঁচের দশকের শেষভাগে 'মৃত্যুর চোখে জল' নাটকটি মঞ্চস্থ হয় প্রথমবার। পরবর্তীতে ‘চাক ভাঙা মধু’ নাটকের মাধ্যমে তিনি পরিচিতি তৈরি হন।  তারপর থেকে একের পর এক কালজয়ী নাটক লিখেছেন মনোজ মিত্র। সঙ্গী হিসেবে পান বাদল সরকার, রুদ্রপ্রসাদ সেনগুপ্তের মতো ব্যক্তিত্বদের। বহু দিন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাট্য বিভাগে অধ্যাপক হিসাবে পড়িয়েছেন। মনোজের তৈরি নাট্যদলের নাম ছিল ‘ঋতায়ন’। নাট্যগোষ্ঠী ‘সুন্দরম’ প্রতিষ্ঠাতাও মনোজ মিত্র। 



আরও পড়ুন, Esha Verma | Rupali Ganguly: 'ওরা অত্যাচারী' রুপালী গাঙ্গুলিকে নিয়ে ফের বিস্ফোরক এষা...


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)