নিজস্ব প্রতিবেদন : বলিউডে তাঁর সফল কেরিয়ার। তিনি যে একজন দক্ষ অভিনেতা, সেটা ভিকি কৌশল অনেক আগেই প্রমাণ করেছেন। জনপ্রিয়তার দিক থেকেও তিনি অনেককে ছাপিয়ে গিয়েছেন। বিশেষকরে মহিলা মহলে ভিকির জনপ্রিয়তার কথা নতুন করে না বললেও চলে তবে অনেকেই হয়ত জানেন না একজন ভালো অভিনেতা হওয়ার পাশাপাশি ভিকি পড়াশোনাতেও তুখোড় ছিলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 ফিল্ম ইন্ডিস্ট্রির অ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশলের ছেলে হয়েও ভিকি কৌশল ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়েছিলেন। ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে ভিকি চাকরির জন্য ইন্টারভিউ দিতেও যান। একটি জাতীয় সংবাদ মাধ্যমের আয়োজিত অনুষ্ঠানে গিয়ে একথা নিজেই জানিয়েছিলেন ভিকি। ভিকির বলেছিলেন, ''২০০৪-২০০৯ আমি ইঞ্জিনিয়ারিং পড়ি। আমি ক্যাম্পাস ইন্টারভিড দিতেও গিয়েছিলাম। কিন্তু আমি জানতাম ইঞ্জিনিয়ারিং আমার জন্য নয়। আর সেদিনই প্রথম অভিনয়ের চিন্তা আমার মাথায় আসে। তারপরই আমি অভিনয় নিয়ে লেগে পড়ি। ছোটবেলায় মঞ্চে ভালো অভিনয় করতাম। অমল পালেকর আমার পছন্দের অভিনেতা। ওনার সিনেমার ওই দৃশ্যের মত আমি টাই পরে ইন্টারভিউ দিতে চেয়েছিলাম।''


আরও পড়ুন-রাঁধুনি করোনা আক্রান্ত, মডেল স্ত্রী নাতাল্যাকে নিয়ে কোয়ারেন্টাইনে রাহুল মহাজন


ভিকি আরও জানিয়েছিলেন, ''আমি জানতাম আমি কোন ইন্টারভিউ দিয়ে অভিনেতা হতে পারব না। তবুও ওই ভালোলাগা থেকেই আমি ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাস ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। গ্রুপ ডিসকাশন রাউন্ড পার করে আমি ইন্টারভিউ রাউন্ড পর্যন্ত পৌঁছেও গিয়েছিলাম। তবি আমি চিন্তিত ছিলাম না, কারণ, কোনওদিনই আমি চাকরি করতে চাই নি।''



আর পড়ুন-কেস জন্ডিস: লডডাউনেও পরমব্রত-অঙ্কুশের ঝগড়া পৌঁছল আদালতে


ভিকির কথায়, ''আমি এটাও জানতাম, ইন্টারভিউতে আমাকে এটাও প্রশ্ন করা হবে যে আমার বাবা যখন ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, তখন আমি কেন হিরো হতে যাই নি। এই প্রশ্নের উত্তরের জন্যও আমি তৈরি ছিলাম। আমি ওদেরকে বলেছিলাম, আমি ইঞ্জিনিয়ার হতে চাই। আমি প্রিজন ব্রেক বলে একটি টেলি সিরিজ দেখিছিলাম। সেখানও ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একটি চরিত্র ইন্টারভিউ দিতে গিয়েছিল। ওই চরিত্রটি নির্বাচিত হয়েও যায় কারণ, সে ওটা পারতো। আর ঘটনাচক্রে আমিও চাকরিটা পেয়ে যাই।''


তবে শেষপর্যন্ত ভিকি ইঞ্জিনিয়ারিংয়ের চাকরিটা করেননি। অভিনয় জগতেই পা রাখেন ভিকি কৌশল। আর বর্তমানে ভিকি যে সফল অভিনেতা সেকথা সকলেরই জানা। ১৬ মে নিজের ৩২ বছরের জন্মদিন সেলিব্রেট করছেন ভিকি কৌশল। আর জন্মদিনেই উঠে এসেছে ইঞ্জিনিয়ার থেকে ভিকির অভিনয় জগতে পা রাখার কথা।