নিজস্ব প্রতিবেদন : কৃষ্ণের অভিশাপে তিনি অমর। মহাভারতের এই চরিত্রেই এবার দেখা যাবে অভিনেতা ভিকি কৌশলকে। এবার তিনি দ্রোণাচার্য পুত্র অর্থাৎ কুরু-পাণ্ডবের অস্ত্রগুরু অশ্বত্থামার ভূমিকায়। ছবির নাম 'দ্য ইমমর্টাল অশ্বত্থামা'। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভিকি কৌশলের আগামী ছবি 'দ্য ইমমর্টাল অশ্বত্থামা'র ফার্স্ট লুক পোস্টার মুক্তি পেয়েছে ১১ জানুয়ারি, সোমবার। ছবির পোস্টারটি শেয়ার করে ভিকি লেখেন, ''একই সঙ্গে অভিভূত এবং অদ্ভুত অনুভূতি হচ্ছে। 'উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক'-এর দ্বিতীয় বর্ষপূতিতে সেই একই টিম প্রকাশ্যে আনল 'দ্য ইমমর্টাল অশ্বত্থামা'র একটি ঝলক। এই টিমের সঙ্গে কাজ শুরুর জন্য আর অপেক্ষা করতে পারছি না।'' 


আরও পড়ুন-এই প্রথমবার, Pataudi Palace নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন ছোটে নবাব Saif Ali Khan



জানা যাচ্ছে, মহাভারতের গল্পের উপর ভিত্তি করে সায়েন্স ফিকশন বানাচ্ছেন প্রযোজক রণি স্ক্রুওয়ালার প্রযোজনা সংস্থা RSVP। ছবির গল্প লিখেছেন আদিত্য ধর। আর এই ছবির পরিচালনাও করবেন আদিত্য। 'উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক' ছবিটি  ভিকির কেরিয়ারে একটি মাইলস্টোন। তাই তিনি ওই টিমের সঙ্গে কাজ করতে মুখিয়ে থাকবেন সেটাই স্বাভাবিক। 


আরও পড়ুন-Mir-এর 'টুম্পা সোনা' পোস্টে কমেন্ট করে ট্রোল, ক্লাস ১০ও পাস করিনি জবাব Swastika-র