নিজস্ব প্রতিবেদন: প্রত্যেক বছরের মত এবারও শনিবার করবা চৌথ পালন করেছেন বলিউড সেলেবরা। এই তালিকায়, ঐশ্বর্য, শিল্পা শেঠি, করিনা কাপুর, কেউই বাদ যাননি। তবে এবার করবা চৌথটা বিরাট কোহলি অনুষ্কা শর্মার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ বিয়ের পর এটাই যে অনুষ্কার প্রথম করবা চৌথ। স্বামীর মঙ্গল কামনায় এদিন অন্যান্য ভারতীয় নারীর মতোই করবা চৌথের ব্রত রেখেছেন অনুষ্কা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন হলুদ রঙের শাড়িতে দেশি অবতারে বিরাট ঘরণীকে ভীষণই গর্জিয়াস দেখাচ্ছিল। আর বিরাটের পরনে ছিল কালো রঙের পাঞ্জাবি ও সাদা পাজামা। করবা চৌথের দিন রাতে চাঁদের আলোর নিচে দাঁড়িয়ে কাছের মানুষটির সঙ্গে ছবি তুলেছেন অনুষ্কা। জ্যোৎস্নার আলোয় এদিন বিরাটের পাশে অনুষ্কাকে দেখাচ্ছিল আরও বেশি মোহময়ী। এই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে বিরাট স্বীকার করে নিয়েছেন যে অনুষ্কাই তাঁর জীবন ও ব্রহ্মাণ্ড। একই ভাবে অনুষ্কাও বিরাটকে তাঁর জীবনের সূর্য, চন্দ্র, তারা এবং সমস্তকিছু বলে উল্লেখ করেছেন।


আরও পড়ুন-প্রিয়াঙ্কা অতীত, ফের সন্দীপ্তার ঘনিষ্ঠ রাহুল!




এদিন খেলার মাঠের হাজারও ব্যস্ততা ভুলে এই বিশেষ দিনটিতে স্ত্রীর পাশে থাকতে ভোলেননি বিরাট, তেমনি অনুষ্কাও তাঁর হাজারও ব্যস্ততা ভুলে স্বামীর মঙ্গল কামনায় উপবাস রেখেছেন।


আরও পড়ুন-মাথায় চওড়া সিঁদুর, সইফ ছাড়া কার সঙ্গে করবা চৌথ পালন করলেন করিনা?