নিজস্ব প্রতিবেদন : ধর্মান্তকরণের জন্য তাঁকে চাপ দেওয়া হচ্ছে। এমন অভিযোগ, এর আগেও করেছিলেন প্রয়াত সঙ্গীত পরিচালক ওয়াজিদ খানের (Wajid Khan) স্ত্রী। ফের একবার বিস্ফোরক কমলরুখ খান। ওয়াজিদ তাঁকে বিবাহবিচ্ছেদের হুমকি দিতেন বলেও অভিযোগ এনেছেন কমলরুখ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি এক সাক্ষাৎকারে কমলরুখ বলেন, ''ওয়াজিদ খান (Wajid Khan) একজন ভীষণ ভালো মানুষ, প্রতিভাবান সঙ্গীতশিল্পী। ওর সমস্যা হল নিজস্ব কোনও মতামত নেই, ও সহজেই অন্যের কথায় প্রভাবিত হত, সহজেই কাউকে বিশ্বাস করে ফেলত। আমাদের দুই সন্তান থাকার পরেও আমাদের প্রচণ্ড ঝগড়া হত। রাত-দিন, যেকোনও সময় ঝামেলা লেগেই থাকত। আর এই ঝগড়ার অন্যতম কারণ, আমি ধর্ম পরিবর্তন করতে রাজি হইনি। যেকারণে ও বিবাহবিচ্ছেদের হুমকি দিত।''


আরও পড়ুন-''তোমাকে মারলে লোকে আমায় অভিশাপ দেবে'', শ্যুটিংয়ে Sonu Sood-কে বললেন Chiranjeevi


কমলরুখ আরও বলেন, ''মাঝে মধ্যেই, ওয়াজিদ (Wajid Khan) তাঁর মায়ের কাছে গিয়ে থাকতেন। শেষপর্যন্ত ও ধর্মান্তরিত হওয়ার চাপ দিলে আমি আদালতে মামলা দায়ের করি। ওয়াজিদের কেরিয়ারে ক্ষতি হতে পারে, এই ভেবে আমি কখনও এই কথাগুলো প্রকাশ্যে আনিনি। তবে এই বিষয়গুলি ২০১৪ সাল থেকে আমাদের মধ্যে চলছে। শেষ কয়েকটাদিন ও খুব কষ্ট পেয়েছে। Covid-19-এর কারণে ও পরিবারের সঙ্গে দেখাও করতে পারেনি।''



আরও পড়ুন-''আম্মার থেকে বেশি তোমায় কেউ ভালোবাসে না'' Taimur-এর জন্মদিনে আবেগঘন পোস্ট Kareena-র


প্রসঙ্গত, গত নভেম্বরে প্রথম ওয়াজিদের (Wajid Khan) পরিবারের বিরুদ্ধে প্রথমবার মুখ খোলেন। সেসেময়ই প্রথন কমরুখ খান ওয়াজিদ খানের পরিবারের বিরুদ্ধে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়ার অভিযোগ আনেন। সেসমসয় কমলরুখ জানিয়েছিলেন, কলেজে পড়ার সময় থেকেই প্রয়াত সঙ্গীত পরিচালক ওয়াজিদ খানের সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়। ১০ বছর আগে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট-এ তাঁদের বিয়ে হয়। তিনি পার্সী আর ওয়াজিদ মুসলিম ছিলেন। বিয়ের পরও তাঁরা নিজ নিজ ধর্মে থাকবেন এই মর্মেই তাঁদের বিয়ে হয়েছিল।