নিজস্ব প্রতিবেদন : চলে গেলেন বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৯ বছর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রিপোর্টে প্রকাশ, কোভিড ১৯-এ আক্রান্ত হয়েই মৃত্যু হয় বলিউডের এই জনপ্রিয় সঙ্গীত পরিচালকের ( সাজিদ-ওয়াজিদ জুটি হিসেবেই পরিচিত ছিলেন)। ওয়াজিদ খানের মৃত্যুর পর শোক প্রকাশ করে ট্যুইট করেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ।


তিনি জানান, কোভিড ১৯-এ আক্রান্ত হন ওয়াজিদ খান। মাত্র ৩৯-এই চলে গেলেন তিনি। এই কঠিন সময়ে ওয়াজিদ খানের পরিবার যাতে আরও শক্তি পায় মনের, সে বিষয়ে প্রার্থনা করেন অনিল দেশমুখ।


 



শোক প্রকাশ করেন সোনু নিগমও। আমার ভাই ওয়াজিদ খান চলে গেলেন বলে নিজের সোশ্যাল হ্যান্ডেলে শোকবার্তা প্রকাশ করেন সোনু। ওয়াজিদ খানের মৃত্যুতে ভারাক্রান্ত হয়ে পড়েন সঙ্গীত পরিচালক সেলিম মার্চেন্টও। মন ভেঙে দিয়ে ওয়াজিদ খুব তাড়াতাড়ি চলে গেলেন বলে মন্তব্য করেন সেলিম মার্চেন্ট।